ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • / ৩৪৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাকে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, আমাদেরকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।

আজ (বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর) সকাল ৭টা ৫৩ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ কথা লেখেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থলোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি। আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।’

তিনি আরো লেখেন, ‘এই মুহূর্তে আছি নীলফামারিতে, যত দ্রুত সম্ভব ঢাকা ব্যাক করছি।’

এর আগে গতকাল রাতে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৭ নম্বর ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের অন্তত ১৯ ইউনিটের ৬ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায় রাত ১টা ৫২ মিনিটে। ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের টিম। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য ৮টি ইউনিট কাজ করে, পরে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় ৫ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

আগুন সচিবালয় ভবনের ৬, ৭, ৮ ও ৯ নম্বর ফ্লোরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যোগ দেয় সেনা, ২ প্লাটুন বিজিবি ও এপিবিএন।

নিউজটি শেয়ার করুন

‘সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না’

আপডেট সময় : ০৩:৩১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাকে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, আমাদেরকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।

আজ (বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর) সকাল ৭টা ৫৩ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ কথা লেখেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থলোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি। আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।’

তিনি আরো লেখেন, ‘এই মুহূর্তে আছি নীলফামারিতে, যত দ্রুত সম্ভব ঢাকা ব্যাক করছি।’

এর আগে গতকাল রাতে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৭ নম্বর ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের অন্তত ১৯ ইউনিটের ৬ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায় রাত ১টা ৫২ মিনিটে। ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের টিম। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য ৮টি ইউনিট কাজ করে, পরে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় ৫ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

আগুন সচিবালয় ভবনের ৬, ৭, ৮ ও ৯ নম্বর ফ্লোরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যোগ দেয় সেনা, ২ প্লাটুন বিজিবি ও এপিবিএন।