ক্ষেপণাস্ত্র হামলায় কি সেই উড়োজাহাজ বিধ্বস্ত, যা বলল রাশিয়া

- আপডেট সময় : ০৩:১৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
- / ৩৯২ বার পড়া হয়েছে

আজারবাইজান এয়ারের উড়োজাহাজ বিধ্বস্তে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের। গতকাল বুধবার কাজাখস্তানে উড়োজাহাজটি দুর্ঘটনার কবলে পড়ার পর প্রথমবার এ বিষয়ে মন্তব্য করল যুক্তরাষ্ট্র। এদিকে রাশিয়া সতর্ক করে দিয়ে বলছে, এই দুর্ঘটনা নিয়ে অনুমান নির্ভর বক্তব্য দেওয়া ঠিক হবে না। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মার্কিন কর্মকর্তারা বলছেন, ইউক্রেনের ড্রোন ভেবে রাশিয়ার একটি ইউনিট ভুলক্রমে আজারবাইজান এয়ারের উড়োজাহাজে হামলা চালিয়ে থাকতে পারে। এদিকে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় অনুমান নির্ভর কোনো তথ্য ছড়ানোর বিষয়ে সতর্ক করেছে রাশিয়া।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘তদন্তের আগে কোনো অনুমান করা ভুল হবে।’
এছাড়া, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো ধরনের অনুমান না করতে আহ্বান জানিয়েছে আজারবাইজান ও কাজাখস্তান।
গত বুধবার কাজাখস্তানের আকতাও শহরে আজারবাইজান এয়ারের যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় অন্তত ৩৮ জনের মৃত্যু হয়।