চীনকে সঙ্গে নিয়ে কাজ করবে বাংলাদেশ: তৌহিদ হোসেন

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৩:৩১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
- / ৪০৪ বার পড়া হয়েছে

বাণিজ্য, জলবায়ু সংকট, রোহিঙ্গা সমস্যা, এসডিজি লক্ষ্যমাত্রা বাস্তবায়নে চীনকে সঙ্গে নিয়ে বাংলাদেশ কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‘চীন-দক্ষিণ এশিয়া সভ্যতা ও সংযোগ’ বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।
সেমিনারে উপদেষ্টা বলেন, বাণিজ্য, জলবায়ু সংকট, রোহিঙ্গা সমস্যা, এসডিজি লক্ষ্যমাত্রা বাস্তবায়নে চীনকে সঙ্গে নিয়ে বাংলাদেশ কাজ করবে। এতে দুদেশের স্বার্থ নিশ্চিত হবে।
এদিকে, একই অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বিশ্বস্ত সম্পর্ক রয়েছে। শুধু তাই নয়, আগামীতেও ব্যবসা বাণিজ্য, তথ্য ও প্রযুক্তিসহ বাংলাদেশের সব উন্নয়ন অগ্রযাত্রায় চীন একসঙ্গে কাজ করে যাবে।