‘নির্বাচনকে সংস্কারের প্রতিপক্ষ বানানো হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৯:৫৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
- / ৪১৩ বার পড়া হয়েছে

নির্বাচনকে সংস্কারের প্রতিপক্ষ বানানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ (শুক্রবার, ২৭ ডিসেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউট মিলনায়তনে অষ্টাশি পরিষদের মিলন মেলা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
এ সময় রুহুল কবির রিজভী বলেন, ‘নির্বাচন গণতন্ত্রের একটি অংশ, নির্বাচন ও সংস্কার একই সাথে চলবে।’
তিনি আরো বলেন, ‘যারা সরাসরি ভোটকে ভয় পায় এবং ঘোলা পানিতে মৎস্য শিকার করতে চায় তারাই আনুপাতিক ভোটের কথা বলছে।’ এরইসঙ্গে সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনাকে সন্দেহজনক বলেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।