শবনম বুবলি। যাকে এক নামে চেনে সবাই। ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা বলা চলে তাকে। সংবাদ উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু করা বুবলি মেগাস্টার শাকিব খানের হাত ধরে ঢাকাই সিনেমায় নাম লিখিয়েছিলেন। ক্রমান্বয়ে তার সঙ্গে প্রেম ও পরিণয়। এক পর্যায়ে দুজনের সন্তানও এসেছে পৃথিবীতে। তবে ছেলের পরিচয় প্রকাশ্যে আসতেই তৈরি হয় দুজনের মধ্যে দূরত্ব।
শাকিবের প্রথম স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে বুবলির যেন সাপে-নেউলে সম্পর্ক। যা বিভিন্ন সময়ে তাদের কথা-বার্তায় প্রকাশ পেয়েছে। দুজনই একে অপরকে নিয়ে নানা ধরনের ইঙ্গিতপূর্ণ কথা বলেন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমার সন্তান আব্রাম খান জয় না থাকলে যে প্রসঙ্গটা আসে, তাদের আমার যোগ্য বলেই মনে করতাম না। এই ইন্ডাস্ট্রিতে আমার ১৭ বছর চলছে। তাই তাকে আমার যোগ্য বলে মনে করার কোন কারণ দেখছি না।’ কাকে তিনি যোগ্য মনে করছেন না, তা নেটিজেনরাও বুঝে নিয়েছেন।
আলাপের সময় বুবলীর নাম উল্লেখ না করে এবারও ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন অপু, সেটা নিয়ে বুবলীর পক্ষ থেকে কোনো প্রতিউত্তর পাওয়া যায়নি এত দিন। তবে বুবলীর সাম্প্রতিক একটি পোস্টে 'জবাব' নিয়ে কিছু একটার ইঙ্গিত পাওয়া গেল।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনটি ছবি পোস্ট করে বুবলী লেখেন, ‘ইন দ্য ফেসব অব ননসেন্স, সাইলেন্স ইজ দ্য বেস্ট রিপ্লাই।’ যার অর্থ, ‘অবাস্তবতার সামনে নীরবতাই সেরা জবাব।’ এতে নায়িকা বুঝিয়ে দিলেন, আপাতত কথা নিয়ে যুদ্ধে জড়াতে চাইছেন না তিনি।
২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। এরপর ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে গোপনে বিয়ে করেন শাকিব খান। এরপর শাকিবের এ সংসারও ভেঙে যায়। তবে দুই তারকাকেই উপহার স্বরুপ দুটি সন্তান দিয়েছেন শাকিব খান।