ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কেক কেটে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
  • / ৩৫২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উনিশে পেরিয়ে বিশে পা রাখলো বৈশাখী টেলিভিশন। পথচলার ১৯ বছরে সৃজনশীলতা ও পেশাদারিত্বের মিশেলে স্যাটেলাইট টিভি চ্যানেল বৈশাখী এখন বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষীদের কাছে জনপ্রিয়।

শুক্রবার সকালে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি ও বৈশাখী টিভির বিভিন্ন বিভাগের প্রধানসহ বৈশাখী পরিবারের সদস্যরা। প্রতিষ্ঠাবার্ষিকীতে বৈশাখী টেলিভিশনের সাফল্য কামনা করে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, সরকারের উপদেষ্টা, রাজনীতিবিদ এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজন ও শুভানুধ্যায়ীরা।

অড়ম্বর না থাকলেও বৈশাখী পরিবারে আনন্দের কমতি ছিলো না প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আয়োজনে। সকালে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের উদ্বোধন করা হয়। অংশ নেন আমন্ত্রিত অতিথিরা। বৈশাখী টিভির বিভিন্ন বিভাগের প্রধানসহ বৈশাখী পরিবারের সদস্যরাও এসময় উপস্থিত ছিলেন।

নানা প্রতিবন্ধকতার মাঝেও বৈশাখী টেলিভিশন দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছে। এই কর্মচঞ্চলতা আগামীতেও থাকবে বলে প্রত্যাশা জানান অতিথিরা।

প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে যাওয়ার স্পৃহা ধরে রাখার প্রশংসা করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।

বৈশাখীর এই অগ্রযাত্রায় পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বিভিন্ন বিভাগের প্রধানরা বলেন, দেশীয় সংস্কৃতি এবং মানুষের মুক্তির চেতনা সমুন্নত রাখাই বৈশাখী টেলিভিশনের লক্ষ্য।

প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে তেমন আনুষ্ঠানিকতা না থাকলেও বৈশাখী টেলিভিশনকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা। পাশে থাকার অঙ্গীকার জানিয়ে তারা বলেন, বৈশাখী নিজস্ব চেতনায় আলোকিত এক প্রচেষ্টা।

শুভেচ্ছা জানাতে আসেন বিনোদন জগতের তারকারও। তারা বলেন, বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠানে নতুনত্বই দর্শক জনপ্রিয়তার কেন্দ্রবিন্দু।

উৎসবের এই দিনে বর্ণিল সাজে সেজেছে বৈশাখী টেলিভিশনের পর্দা। সঙ্গীতায়োজন, নাটকসহ বিশেষ বিশেষ আয়োজনে সাজানো হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা।

নিউজটি শেয়ার করুন

কেক কেটে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ০৯:১৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

উনিশে পেরিয়ে বিশে পা রাখলো বৈশাখী টেলিভিশন। পথচলার ১৯ বছরে সৃজনশীলতা ও পেশাদারিত্বের মিশেলে স্যাটেলাইট টিভি চ্যানেল বৈশাখী এখন বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষীদের কাছে জনপ্রিয়।

শুক্রবার সকালে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি ও বৈশাখী টিভির বিভিন্ন বিভাগের প্রধানসহ বৈশাখী পরিবারের সদস্যরা। প্রতিষ্ঠাবার্ষিকীতে বৈশাখী টেলিভিশনের সাফল্য কামনা করে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, সরকারের উপদেষ্টা, রাজনীতিবিদ এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজন ও শুভানুধ্যায়ীরা।

অড়ম্বর না থাকলেও বৈশাখী পরিবারে আনন্দের কমতি ছিলো না প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আয়োজনে। সকালে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের উদ্বোধন করা হয়। অংশ নেন আমন্ত্রিত অতিথিরা। বৈশাখী টিভির বিভিন্ন বিভাগের প্রধানসহ বৈশাখী পরিবারের সদস্যরাও এসময় উপস্থিত ছিলেন।

নানা প্রতিবন্ধকতার মাঝেও বৈশাখী টেলিভিশন দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছে। এই কর্মচঞ্চলতা আগামীতেও থাকবে বলে প্রত্যাশা জানান অতিথিরা।

প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে যাওয়ার স্পৃহা ধরে রাখার প্রশংসা করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।

বৈশাখীর এই অগ্রযাত্রায় পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বিভিন্ন বিভাগের প্রধানরা বলেন, দেশীয় সংস্কৃতি এবং মানুষের মুক্তির চেতনা সমুন্নত রাখাই বৈশাখী টেলিভিশনের লক্ষ্য।

প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে তেমন আনুষ্ঠানিকতা না থাকলেও বৈশাখী টেলিভিশনকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা। পাশে থাকার অঙ্গীকার জানিয়ে তারা বলেন, বৈশাখী নিজস্ব চেতনায় আলোকিত এক প্রচেষ্টা।

শুভেচ্ছা জানাতে আসেন বিনোদন জগতের তারকারও। তারা বলেন, বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠানে নতুনত্বই দর্শক জনপ্রিয়তার কেন্দ্রবিন্দু।

উৎসবের এই দিনে বর্ণিল সাজে সেজেছে বৈশাখী টেলিভিশনের পর্দা। সঙ্গীতায়োজন, নাটকসহ বিশেষ বিশেষ আয়োজনে সাজানো হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা।