হামজার দলকে হারিয়ে ৭ পয়েন্টে এগিয়ে লিভারপুল

- আপডেট সময় : ১২:৪৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
- / ৩৭৬ বার পড়া হয়েছে

‘বক্সিং ডে’তে চেলসি ছিল জয়ের পথেই। আগের ম্যাচেই পয়েন্ট খোয়ানো ক্লাবটির শিরোপা জয়ে টিকে থাকতে যে জয়ের বিকল্প ছিল না। তবে শেষ সময়ে পা হড়কে ম্যাচটাই হেরে বসেছে ব্লুজরা। তাদের হারের দিন হামজা চৌধুরীর লেস্টার সিটিকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো লিভারপুল। যদিও স্কোয়াডে থাকলেও মাঠে নামা হয়নি সদ্যই বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পাওয়া হামজা।
গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহামের কাছে ১-২ গোলে হেরেছে চেলসি। আর লেস্টারকে ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল। এ জয়ে চেলসির চেয়ে ১ ম্যাচ কম খেলে ৭ পয়েন্টে এগিয়ে রইল লিগ টেবিলের শীর্ষে থাকা অলরেডরা।
স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের ১৬ মিনিটে কোল পালমারের গোলে লিড নেয় চেলসি। ৮০ মিনিট পর্যন্ত জয়ের পথেই ছিল তারা। এরপরই ঘুরে দাঁড়ায় পুরো ম্যাচে দারুণ খেলা ফুলহাম। ৮২ মিনিটে হ্যারি উইলসনের গোলে ম্যাচে ফেরে অতিথিরা। পরে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রদ্রিগো মুনিজের গোলে ৩ পয়েন্ট নিয়েই চেলসির মাঠ ছাড়ে পশ্চিম লন্ডনের ক্লাবটি।
একই রাতে লেস্টারের বিপক্ষে পিছিয়ে পড়েও জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল। ষষ্ঠ মিনিটেই জর্ডান আউইয়ুর গোলে পিছিয়ে পড়া আর্নে স্লটের শিষ্যরা ঘুরে দাঁড়ায় প্রথমার্ধের যোগ করা সময়ে। আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের পাস থেকে গোল করেন কোডি গাকপো।
অ্যানফিল্ডে বিরতির পর আবারও ম্যাক অ্যালিস্টারের জাদু। তার বল ধরে লিভারপুলকে এগিয়ে নেন কার্টিস জোনস। এরপর ৮২ মিনিটে ব্যবধান বাড়ান মোহামেদ সালাহ। মিসরীয় এই তারকার গোলেই বড় জয় নিশ্চিত হয় লিভারপুলের।
আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টারের দুর্দান্ত পারফরম্যান্সের দিন অবশ্য মলিন আরেক বিশ্বজয়ী এমিলিয়ানো মার্টিনেজ। তার দল অ্যাস্টন ভিলা নিউক্যাসলের কাছে হেরেছে ৩-০ গোলে। হেরেছে চরম অধারাবাহিকতায় ভুগতে থাকা টটেনহাম হটস্পারও। নটিংহাম ফরেস্টের কাছে ০-১ গোলে হেরেছে স্পার্সরা।