বিশ্বে এ বছর সবচেয়ে আলোচিত বিষয় ছিলো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনী মাঠে দুই প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে হয়েছে তুমুল প্রতিদ্বন্দ্বীতা। ভোট যুদ্ধ শেষে আবারও ৪ বছর পর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন ডোনাল্ড ট্রাম্প।
বিশ্বজুড়ে গণতন্ত্র ও নির্বাচনের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর, ২০২৪। এ বছর যত দেশে নির্বাচন হয়েছে তার মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ছিলো সকলের আগ্রহের কেন্দ্রবিন্দু। কারণ রাজনৈতিক ইস্যু থেকে শুরু করে সারা বিশ্বের বিভিন্ন বিষয় তদারকি করে বেড়ায় সবচেয়ে প্রভাবশালী ও ক্ষমতাধর দেশ আমেরিকা। তাইতো আগামী ৪ বছরের জন্য নতুন বিশ্বমোড়ল কে হচ্ছেন? তা জানতেই মুখিয়ে ছিলো বিশ্ববাসী।
অতীতের মতো এবারও আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় ছিলো প্রধান দুই রাজনৈতিক দল ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টি। রিপাবলিকান প্রার্থী হয়ে লড়েছেন সবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তার বিরুদ্ধে মাঠে ছিলেন ডেমোক্রেটিক নেতা ও যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
গত ২৭ শে জুন সিএনএনের আটলান্টা স্টুডিওতে প্রথম মুখোমুখি বিতর্কে অংশ নিয়েছিলেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। অর্থনীতি, কর, স্বাস্থ্যসেবাসহ নানা বিষয়ে বিতর্কে জড়ান তারা। এসময় বেশ আক্রমণাত্মক ট্রাম্পের কাছে ধরাশায়ী হন বাইডেন। পরে দল ও জনগণের সমালোচনায় প্রার্থীতা প্রত্যাহার করে ডেমোক্রেট প্রার্থী হিসেবে বাছাই করেন কমলা হ্যারিসকে।
এরপরই প্রধান দুই প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প ও কমলা দেশের অর্থনীতি, অভিবাসন, গাজা-ইসরাইল ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মতো বিষয়গুলো নিয়ে প্রচার-প্রচারণায় দিতে থাকেন প্রতিশ্র“তির ফুলঝুড়ি। স্থানীয় ১০ই সেপ্টেম্বর কমলা ও ট্রাম্প দ্বিতীয় বিতর্কে অংশ নেন। এবিসি নিউজের ফিলাডেলফিয়া আয়োজিত এই বিতর্কে ট্রাম্পকে নাস্তানাবুদ করেন কমলা হ্যারিস।
তবে নির্বাচনী প্রচারণার ব্যাপক তোড়জোড়ের মাঝে ঘটে কিছু অনাকাঙ্খিত ঘটনা। জুলাই মাসে পেনসিলভেনিয়ায় একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেয়ার সময় বন্দুকধারীর হামলার শিকার হন ট্রাম্প। ওই হামলায় আহত হলেও প্রাণে বেঁচে যান তিনি। এর দুই মাস পর সেপ্টেম্বরে আবারও ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছে। ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনী অফিস লক্ষ্য করেও হামলা হয়েছে ।
বহুল প্রতীক্ষিত ৫ই নভেম্বর অনুষ্ঠিত হয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ঘোড়া ও হাতির ভোটযুদ্ধে শুরু থেকেই কমলা হ্যারিসের হেরে যাওয়ার আভাস মিলছিলো। ১০ই নভেম্বর পূর্ণাঙ্গ ফলাফলে দেখা যায়, নির্বাচনে রীতিমত বাজিমাত করেছেন ডোনাল্ড ট্রাম্প। ৭টি ব্যাটেল গ্রাউন্ডের সবকয়টির ভোট গেছে ট্রাম্পের ঝুঁলিতে, পেয়েছেন ৩১২টি ভোট। আর কমলা পেয়েছেন ২২৬টি।
আমেরিকার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই সরকার গোছানোর কাজ শুরু করেছেন ট্রাম্প। এরইমধ্যে নতুন ট্রাম্প প্রশাসনের জন্য নিয়োগ পেয়েছেন অনেকে। দায়িত্ব গ্রহণ করেই ২০২১ সালে ক্যাপিটল হিলে হামলায় জড়িতদের ক্ষমা করে দেবেন। অবৈধ অভিবাসীদের বিতাড়িত ও আমেরিকায় জন্মসূত্রে অভিবাসীদের নাগরিকত্ব দেয়ার নীতির পরিবর্তন আনবেন ট্রাম্প। কাজ শুরু করেছেন ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধেও।
আগামী ২০শে জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নিয়ে দ্বিতীয় মেয়াদে হবেন হোয়াইট হাউজের বাসিন্দা। তবে, বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের জয় শুধু মার্কিন মুল্লুকেই নয়, বিশ্ব রাজনীতিতে আনতে যাচ্ছে নতুন মোড়।