ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কায় নিহত ৫
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৩:০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
- / ৩৬৪ বার পড়া হয়েছে
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আজ (শুক্রবার, ২৭ ডিসেম্বর) সকালে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
সকালে ধলেশ্বরী টোল প্লাজায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে পথচারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন।
এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, দুর্ঘটনায় আহতদের ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে ৫ জন মারা গেছেন।