ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

২২ দিনে ৫ হার ইউনাইটেডের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
  • / ৩৫১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘটনা গত ৪ ডিসেম্বরের। এভারটনকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পর আর্সেনালকে হুংকার দেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ রুবেন আমোরিম। গণমাধ্যমে সরাসরি বলেন, ‘ঝড় আসছে। আমরা আসন্ন কিছু ম্যাচেই তা দেখতে যাচ্ছি।’

তবে এ বক্তব্য যেন কাল হয়েই এলো আমোরিমের জন্য। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তার শুরুটাও ছিল আশা জাগানিয়া। তবে এই মন্তব্যের পর গত ২২ দিনে পাঁচ ম্যাচ হেরেছে ইউনাইটেড, যার সর্বশেষটি গতকাল রাতে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ইংলিশ প্রিমিয়ার লিগে উলভসের কাছে ২-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিগে এটি টানা দ্বিতীয় হার রেড ডেভিলসদের।

পয়েন্ট টেবিলের তলানিতে থাকা উলভস দাপট দেখিয়েই জিতেছে ইউনাইটেডের বিপক্ষে। ৫১ শতাংশ বল পায়ে রেখে দ্বিতীয়ার্ধে সুযোগের সদ্ব্যবহার করে স্বাগতিক ফুটবলাররা। ৪৭ মিনিটে ব্রুনো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর ১০ জনের ইউনাইটেডের ওপর চেপে বসে উলভস। ৫৮ মিনিটে ম্যাথিউস কুনিয়ার গোলের পর ইনজুরি সময়ের নবম মিনিটে ইউনাইটেডের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন হাওয়াং হি-চান।

ইউনাইটেড হারলেও ড্র করেছে তাদের নগরপ্রতিদ্বন্দ্বী সিটি। যদিও ইতিহাদে এভারটনের কাছে ২ পয়েন্ট খোয়ানো সিটিজেনদের কাছে হারের সমানই। ম্যাচের ১৪ মিনিটেই বের্নার্দো সিলভার গোলে এগিয়ে যাওয়ার পর ৩৬ মিনিটে অতিথিদের সমতায় ফেরান ইলিমান এনদিয়ায়ে। তবে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা আবারও সুযোগ পেয়েছিল এগিয়ে যাওয়ার। কিন্তু আর্লিং হল্যান্ড পেনাল্টি মিস করলে আরও একবার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় সিটিকে।

এ ড্রয়ে পয়েন্ট টেবিলের সাতে আছে সিটি। ১৮ ম্যাচে মাত্র ২৮ পয়েন্ট তাদের ঝুলিতে। অপরদিকে, ইউনাইটেডের অবস্থা আরও করুণ। ১৮ ম্যাচে মাত্র ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৪তম স্থানে নেমে গেছে রেড ডেভিলসরা।

নিউজটি শেয়ার করুন

২২ দিনে ৫ হার ইউনাইটেডের

আপডেট সময় : ১২:৪২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

ঘটনা গত ৪ ডিসেম্বরের। এভারটনকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পর আর্সেনালকে হুংকার দেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ রুবেন আমোরিম। গণমাধ্যমে সরাসরি বলেন, ‘ঝড় আসছে। আমরা আসন্ন কিছু ম্যাচেই তা দেখতে যাচ্ছি।’

তবে এ বক্তব্য যেন কাল হয়েই এলো আমোরিমের জন্য। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তার শুরুটাও ছিল আশা জাগানিয়া। তবে এই মন্তব্যের পর গত ২২ দিনে পাঁচ ম্যাচ হেরেছে ইউনাইটেড, যার সর্বশেষটি গতকাল রাতে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ইংলিশ প্রিমিয়ার লিগে উলভসের কাছে ২-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিগে এটি টানা দ্বিতীয় হার রেড ডেভিলসদের।

পয়েন্ট টেবিলের তলানিতে থাকা উলভস দাপট দেখিয়েই জিতেছে ইউনাইটেডের বিপক্ষে। ৫১ শতাংশ বল পায়ে রেখে দ্বিতীয়ার্ধে সুযোগের সদ্ব্যবহার করে স্বাগতিক ফুটবলাররা। ৪৭ মিনিটে ব্রুনো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর ১০ জনের ইউনাইটেডের ওপর চেপে বসে উলভস। ৫৮ মিনিটে ম্যাথিউস কুনিয়ার গোলের পর ইনজুরি সময়ের নবম মিনিটে ইউনাইটেডের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন হাওয়াং হি-চান।

ইউনাইটেড হারলেও ড্র করেছে তাদের নগরপ্রতিদ্বন্দ্বী সিটি। যদিও ইতিহাদে এভারটনের কাছে ২ পয়েন্ট খোয়ানো সিটিজেনদের কাছে হারের সমানই। ম্যাচের ১৪ মিনিটেই বের্নার্দো সিলভার গোলে এগিয়ে যাওয়ার পর ৩৬ মিনিটে অতিথিদের সমতায় ফেরান ইলিমান এনদিয়ায়ে। তবে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা আবারও সুযোগ পেয়েছিল এগিয়ে যাওয়ার। কিন্তু আর্লিং হল্যান্ড পেনাল্টি মিস করলে আরও একবার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় সিটিকে।

এ ড্রয়ে পয়েন্ট টেবিলের সাতে আছে সিটি। ১৮ ম্যাচে মাত্র ২৮ পয়েন্ট তাদের ঝুলিতে। অপরদিকে, ইউনাইটেডের অবস্থা আরও করুণ। ১৮ ম্যাচে মাত্র ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৪তম স্থানে নেমে গেছে রেড ডেভিলসরা।