‘আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই’
- আপডেট সময় : ০৪:২১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
- / ৩৭০ বার পড়া হয়েছে
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই বলে মন্তব্য করেছেন আইজিপি বাহারুল আলম। পুলিশ কোন অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সেটা সবাই জানে বলেও মন্তব্য করেন এই পুলিশ প্রধান।
আজ (শনিবার, ২৮ ডিসেম্বর) দুপুরে রাজারবাগে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইজিপি বাহারুল আলম বলেন, ‘জনগণের মনে স্বস্তি ফিরিয়ে আনতে পুলিশ কাজ করে যাচ্ছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পুলিশ প্রধান বলেন, ‘যে-সকল সম্বনয়কদের হত্যার হুমকি দেয়া হয়েছিল, প্রতিটি বিষয় পুলিশ সুরাহা করছে।’
বাহারুল আলম বলেন, সারা দেশে চুরি, ছিনতাই, খুন বন্ধে পুলিশের কাছে ম্যাজিক নাই। আমরা চেষ্টা করছি। ছাত্রদের সহযোগিতা চাই। সবাই মিলে প্রতিরোধ করতে হবে। জুলাই-আগস্টের যাতে পুনরাবৃত্তি না হয় সেভাবে পুলিশকে পুনর্গঠন করতে কাজ চলছে।
সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে তিনি বলেন, আগুনের ঘটনা তদন্ত চলছে। তদন্ত কমিটি বিস্তারিত জানাবে।
সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, স্বাধীনতার পর এমন পুলিশ বাহিনী দেখতে চায়নি জনগণ। জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। ৫ আগস্টের ৭২ ঘণ্টা আগেও যদি পুলিশ সঠিক সিদ্ধান্ত নিতে পারতো তাহলে এত প্রাণহানি হতো না। জুলাই-আগস্টের যাতে পুনরাবৃত্তি না হয় সেভাবে পুলিশকে পুনর্গঠন করতে কাজ চলছে।
আইজিপি বলেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যে ভূমিকা পুলিশ রেখেছে তার জন্য পুরো পুলিশ সামাজিকভাবে লজ্জিত। সেবার মান বাড়িয়ে সামাজিক অবস্থান ফেরাতে হবে।