বার্সায় দানি অলমোর খেলা অনিশ্চিত
- আপডেট সময় : ১২:৫১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
- / ৩৪৬ বার পড়া হয়েছে
লা লিগায় বার্সেলোনার সময়টা মোটেও ভালো যাচ্ছে না। লিগে সর্বশেষ ৭ ম্যাচের ৬টিতেই (৪ হার, ২ ড্র) পয়েন্ট হারিয়েছে কাতালান ক্লাবটি। স্বাভাবিকভাবে পয়েন্ট তালিকার শীর্ষস্থান হারিয়েছে বার্সা, নেমে গেছে টেবিলেন তৃতীয় স্থানে। দুঃসময়ের বৃত্তে বন্দী থাকা বার্সা এমন নাজুক অবস্থার মধ্যেই আরেকটা বাজে সংবাদ পেয়েছে। মৌসুমের দ্বিতীয়ভাগে ক্লাবটির জার্সিতে দানি অলমোর খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
চলতি মৌসুমের শুরুতে ৫ কোটি ৭০ লাখ ইউরোতে লাইপজিগ থেকে বার্সেলোনায় নাম লেখান অলমো। ২০১৪ সাল পর্যন্ত বার্সার বয়সভিত্তিক দলে খেলা স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার এক যুগ পর পুরোনো ক্লাবে ফিরলেও আর্থিক দুরাবস্থায় অলমোকে লা লিগায় নিবন্ধন করতে পারছিল না বার্সা।
সে সময় আবার চোটে পড়েন আন্দ্রেস ক্রিস্টেনসন। ডেনিস এ সেন্টার ব্যাকের চোট দীর্ঘমেয়াদি হওয়ায় তাঁর পরিবর্তে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত অস্থায়ী নিবন্ধনের অনুমতি পান অলমো। সে নিবন্ধনের মেয়াদ বাড়ানোর জন্য আদালতে আবেদন করে বার্সা। কিন্তু আদালতে বার্সার আবেদন খারিজ করা হয়েছে। এতেই নতুন বছরে বার্সার জার্সিতে অলমোর খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন-এর এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
ইএসপিএন আরও জানিয়েছে, এর আগে ২০২৩ সালে গাভিকে মূল দলে নিবন্ধন করা নিয়েও একই সমস্যায় পড়েছিল বার্সা। তবে সেবার আদালতের রায় কাতালান ক্লাবটির পক্ষে গিয়েছিল। অলমোর ক্ষেত্রে একই পরিস্থিতি তৈরি হওয়ায় আগের বারের মতো একই ধরনের রায় আশা করেছিল বার্সা। তবে এবার আশাহত হতে হয়েছে কাতালানদের।
আদালতের রায়কে স্বাগত জানিয়ে শুক্রবার এক বিবৃতিতে লা লিগা উল্লেখ করেছে, ‘লা লিগা আজ (শুক্রবার) জানতে পেরেছে, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত দানি অলমোর অস্থায়ী নিবন্ধনের আবেদন খারিজ করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, অন্তর্বর্তী ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় শর্তগুলোর কোনোটাই পূরণ করা হয়নি।
ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, সব মিলিয়ে বার্সেলোনার জন্য ৪০ কোটি ৬০ লাখ ইউরো বার্ষিক ব্যয় নির্ধারণ করেছে লা লিগা। কাতালান ক্লাবটি এরইমধ্যে তার চেয়েও বেশি খরচ করে ফেলেছে। ফলে নতুন করে খেলোয়াড় নিবন্ধনের ক্ষেত্রে নানান বিধিনিষেধের মুখে পড়তে হচ্ছে ক্লাবটিকে।
তবে লা লিগার নিয়ম অনুযায়ী, সীমা পার হলেও রাজস্ব বাড়িয়ে একটি নির্দিষ্ট পরিমাণ অতিরিক্ত অর্থ ব্যয় করতে পারবে ক্লাবগুলো।