ঢাকাই সিনেমার এই প্রজন্মের নায়িকা পূজা চেরি। এরইমধ্যে তার ঝুড়িতে ডজনখানেক ছবি হয়ে গেছে। চলচ্চিত্রেও কাটিয়ে দিয়েছেন ছয় বছর। এই পুরো সময়টাতে মা ছিলেন তার সঙ্গী। তার যে কোনো কিছুতে মায়ের অবদান সবচেয়ে বেশি। কিন্তু এ বছরের মার্চ মাসে মারা গেছেন অভিনেত্রীর মা ঝরনা রায়। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে মাকে নিয়ে প্রায়ই স্মৃতিকাতর হয়ে যান তিনি।
এবার ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে পূজা চেরি মাকে পাশে থাকার কথা উল্লেখ করে লিখেছেন, ‘মামুনি তোমার কথা অনেক বেশি মনে পরছে। থেকো কিন্তু আমার সাথে মা।’
সেই পোস্টের কমেন্ট বক্সে একজন নেটিজেন লিখেছেন, ‘আমার বিশ্বাস, আন্টি যে ছায়ায় ও মায়ায় মেখে রাখতো তোমাকে, সে কখনো দূরে থাকতে পারেনা অবশ্যই তিনি ছিলেন আছেন থাকবেন।’ রোকসানা হক নামে আরেকজন ভক্তের ভাষ্য, ‘আন্টির আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে। এটা আমি বিশ্বাস করি।’
এদিকে পূজা চেরি অভিনীত নতুন একটি সিনেমার প্রিমিয়ার হয়েছে। ‘ব্লাক মান’ নামের এই ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন রায়হান রাফি। ছবিটি ওটিটি প্লাটফর্ম বঙ্গতে দেখা যাবে বলে জানা গেছে।