হুতির ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলজুড়ে সাইরেনের শব্দ
- আপডেট সময় : ০১:১৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
- / ৩৭৪ বার পড়া হয়েছে
ইয়েমেনের বিমানবন্দরে ইসরায়েলি বাহিনীর হামলার পর এবার ইসরায়েলেও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুতি বিদ্রোহীরা। চলছে দু পক্ষের পাল্টাপাল্টি হামলা। ইসরায়েল জুড়ে সাইরেন বাজানো হয়েছে।
আজ শনিবার কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজির এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনে নতুন করে কোনো হতাহতের সংখ্যা জানানো হয়নি।
ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে প্রতিবেদন বলছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর ইসরায়েলজুড়ে সাইরেন বাজছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিচ্ছে।
স্থানীয় সময় রাতে ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীরা দক্ষিণ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এই ক্ষেপণাস্ত্র।
এরআগের ইয়েমেনের রাজধানী সানায় বিমানবন্দরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এ সময় দুজন নিহত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন হামলার সময় ওই বিমানবন্দরে থাকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরস আধানম গেব্রেয়াসুস।
বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে বিবিসির এক প্রতিবেদেন বলা হয়েছে। এতে জানানো হয়, ডব্লিউএইচও প্রধান একটি বিমানে ওঠার সময় ইসরায়েলি হামলা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ডব্লিউএইচওপ্রধান গেব্রেয়াসুস বলেন, আমি এবং কর্মীরা একটি বিমানে উঠতে যাওয়ার সময় বিমানবন্দরটি বোমা হামলার শিকার হয়। আমাদের বিমানের একজন ক্রু আহত হয়েছেন। বিমানবন্দরে দুইজন নিহত হয়েছেন।
রাজধানী সানা এখন হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। ইসরায়েলে তাদের পক্ষে হামলা চালানোর এক দিন পরই পাল্টা এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। একজন প্রত্যক্ষদর্শী জানান, বিমানবন্দরে ছয়টির বেশি হামলা চালানো হয়েছে। হামলার শিকার হয়েছে পাশের আল-দাইলামি বিমানঘাঁটিও।
হামলার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানের অশুভ ক্ষমতার বাহু কেটে ফেলতে থাকব। আমরা কেবল (হুতিদের সঙ্গে) শুরু করেছি।
২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধের প্রথম মাস থেকে হুতি বিদ্রোহীরা ইসরায়েলে হামলা চালিয়ে আসছে। গত সপ্তাহে ইসরায়েলে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। প্রতিশোধ হিসেবে ইসরায়েল হুতিদের বিরুদ্ধে দফায় দফায় হামলা চালাচ্ছে।