ঢাকা ০৯:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জার্মানির পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • / ৩৭৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জার্মানির প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক ভাল্টার স্টাইনমাইয়ার দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন, যা ফেব্রুয়ারিতে আগাম নির্বাচনের পথ সুগম করেছে। এর ফলে রাজনৈতিক দলগুলো এখন পূর্ণমাত্রায় নির্বাচনী প্রস্তুতি নিতে পারবে।

সাম্প্রতিক সময়ে জার্মানির রাজনৈতিক অঙ্গন ছিল গভীর অস্থিরতায় নিমজ্জিত। চ্যান্সেলর ওলাফ শলজের নেতৃত্বাধীন তিন দলের জোট—সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি), গ্রিন পার্টি এবং ফ্রি ডেমোক্রেটিক পার্টি (এফডিপি)—ভেঙে যাওয়ায় এই সংকটের সূত্রপাত। সংসদে আস্থাভোটে শলজের পরাজয়ের মাধ্যমে স্পষ্ট হয় যে, জার্মানি আগাম নির্বাচনের দিকে এগোচ্ছে।

এমন পরিস্থিতিতে সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী পার্লামেন্ট ভেঙে দিয়ে প্রেসিডেন্ট স্টাইনমাইয়ার ২৩ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।

তিনি বলেন, দুই দলের জোট সরকার জনসমর্থন হারিয়েছে। আস্থাভোটের ফলাফল এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, নতুন নির্বাচন এখন জরুরি।

প্রেসিডেন্ট আরও বলেন, জার্মানি গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাসী। তাই জনগণের রায়কে গুরুত্ব দিয়েই নতুন সরকার গঠন করা হবে।

এ ঘোষণার পর জার্মান রাজনৈতিক অঙ্গনে স্বস্তি ফিরেছে। প্রেসিডেন্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দলগুলো এখন নির্ভাবনায় তাদের সংগঠন ও নির্বাচনী প্রচারণার কাজে মনোযোগ দিতে পারবে।

নিউজটি শেয়ার করুন

জার্মানির পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট

আপডেট সময় : ০১:০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

জার্মানির প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক ভাল্টার স্টাইনমাইয়ার দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন, যা ফেব্রুয়ারিতে আগাম নির্বাচনের পথ সুগম করেছে। এর ফলে রাজনৈতিক দলগুলো এখন পূর্ণমাত্রায় নির্বাচনী প্রস্তুতি নিতে পারবে।

সাম্প্রতিক সময়ে জার্মানির রাজনৈতিক অঙ্গন ছিল গভীর অস্থিরতায় নিমজ্জিত। চ্যান্সেলর ওলাফ শলজের নেতৃত্বাধীন তিন দলের জোট—সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি), গ্রিন পার্টি এবং ফ্রি ডেমোক্রেটিক পার্টি (এফডিপি)—ভেঙে যাওয়ায় এই সংকটের সূত্রপাত। সংসদে আস্থাভোটে শলজের পরাজয়ের মাধ্যমে স্পষ্ট হয় যে, জার্মানি আগাম নির্বাচনের দিকে এগোচ্ছে।

এমন পরিস্থিতিতে সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী পার্লামেন্ট ভেঙে দিয়ে প্রেসিডেন্ট স্টাইনমাইয়ার ২৩ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।

তিনি বলেন, দুই দলের জোট সরকার জনসমর্থন হারিয়েছে। আস্থাভোটের ফলাফল এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, নতুন নির্বাচন এখন জরুরি।

প্রেসিডেন্ট আরও বলেন, জার্মানি গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাসী। তাই জনগণের রায়কে গুরুত্ব দিয়েই নতুন সরকার গঠন করা হবে।

এ ঘোষণার পর জার্মান রাজনৈতিক অঙ্গনে স্বস্তি ফিরেছে। প্রেসিডেন্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দলগুলো এখন নির্ভাবনায় তাদের সংগঠন ও নির্বাচনী প্রচারণার কাজে মনোযোগ দিতে পারবে।