ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘ভিনিসিয়ুসকে ব্যালন ডি’অর না দিয়ে অন্যায় করা হয়েছে’

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • / ৩৯০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্যালন ডি’অর নিয়ে বিতর্ক যেন শেষই হচ্ছে না। গত ২৮ অক্টোবর ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণা করার পর থেকেই বিতর্ক চলছে। ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির হাতে পুরস্কারটি যাওয়ায় অনেকেই ভিন্ন মত পোষণ করেছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদোর মতে, এই পুরস্কার পাওয়ার যোগ্য ছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত গ্লোব সকার অ্যাওয়ার্ডসে রোনালদো বলেন, আমার মতে, ভিনিসিয়ুসই ব্যালন ডি’অর জয়ের যোগ্য ছিল। এটি রদ্রিকে দেয়া হয়েছে, সেও যোগ্য, কিন্তু ভিনিসিয়ুসের ক্ষেত্রে অন্যায় হয়েছে। সে চ্যাম্পিয়নস লিগ জিতেছে এবং ফাইনালে গোলও করেছে।

রোনালদো আরও বলেন, ব্যালন ডি’অর আয়োজক ফ্রান্স ফুটবল বরাবরই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে থাকে। তবে গ্লোব সকার অ্যাওয়ার্ডসের প্রশংসা করেন তিনি, কারণ এটি সৎ বলে মনে করেন তিনি।

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ভিনিসিয়ুস চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জিতেছিলেন। চ্যাম্পিয়নস লিগের মৌসুম সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। অন্যদিকে রদ্রি ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জয়ের পাশাপাশি স্পেনের হয়ে ইউরো জিতেছেন।

ব্যালন ডি’অরে রদ্রি ভিনিসিয়ুসকে ৪১ পয়েন্টে হারিয়েছিলেন। তবে ফিফার বর্ষসেরা পুরস্কার ‘দ্য বেস্ট’ এ ভিনিসিয়ুস রদ্রিকে ৫ পয়েন্টে হারিয়ে জিতেছিলেন।

এবারের গ্লোব সকার অ্যাওয়ার্ডসে রোনালদো জিতেছেন দুটি পুরস্কার। মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড় এবং সর্বকালের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনালদো করেছেন ৯১৬ গোল। যদিও গ্লোব সকার অ্যাওয়ার্ডসেও পক্ষপাতের অভিযোগ রয়েছে।

এবারের গ্লোব সকার অ্যাওয়ার্ডসে ভিনিসিয়ুস জিতেছেন সেরা খেলোয়াড় ও সেরা ফরোয়ার্ডের পুরস্কার। অনলাইনে ২০০টি দেশ ও অঞ্চলের ১০ কোটি ভক্তের ভোটে এই পুরস্কারের বিজয়ী নির্ধারণ করা হয়েছে।

গ্লোব সকার অ্যাওয়ার্ডসের মঞ্চে নিজের অবসর–পরবর্তী ভাবনাও জানিয়েছেন রোনালদো। কোচিং বা সভাপতির দায়িত্ব নয়, বরং ক্লাবের মালিক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তবে এখনই কোনো নির্দিষ্ট ক্লাব কেনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন এই পর্তুগিজ তারকা।

নিউজটি শেয়ার করুন

‘ভিনিসিয়ুসকে ব্যালন ডি’অর না দিয়ে অন্যায় করা হয়েছে’

আপডেট সময় : ১২:৫৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

ব্যালন ডি’অর নিয়ে বিতর্ক যেন শেষই হচ্ছে না। গত ২৮ অক্টোবর ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণা করার পর থেকেই বিতর্ক চলছে। ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির হাতে পুরস্কারটি যাওয়ায় অনেকেই ভিন্ন মত পোষণ করেছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদোর মতে, এই পুরস্কার পাওয়ার যোগ্য ছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত গ্লোব সকার অ্যাওয়ার্ডসে রোনালদো বলেন, আমার মতে, ভিনিসিয়ুসই ব্যালন ডি’অর জয়ের যোগ্য ছিল। এটি রদ্রিকে দেয়া হয়েছে, সেও যোগ্য, কিন্তু ভিনিসিয়ুসের ক্ষেত্রে অন্যায় হয়েছে। সে চ্যাম্পিয়নস লিগ জিতেছে এবং ফাইনালে গোলও করেছে।

রোনালদো আরও বলেন, ব্যালন ডি’অর আয়োজক ফ্রান্স ফুটবল বরাবরই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে থাকে। তবে গ্লোব সকার অ্যাওয়ার্ডসের প্রশংসা করেন তিনি, কারণ এটি সৎ বলে মনে করেন তিনি।

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ভিনিসিয়ুস চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জিতেছিলেন। চ্যাম্পিয়নস লিগের মৌসুম সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। অন্যদিকে রদ্রি ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জয়ের পাশাপাশি স্পেনের হয়ে ইউরো জিতেছেন।

ব্যালন ডি’অরে রদ্রি ভিনিসিয়ুসকে ৪১ পয়েন্টে হারিয়েছিলেন। তবে ফিফার বর্ষসেরা পুরস্কার ‘দ্য বেস্ট’ এ ভিনিসিয়ুস রদ্রিকে ৫ পয়েন্টে হারিয়ে জিতেছিলেন।

এবারের গ্লোব সকার অ্যাওয়ার্ডসে রোনালদো জিতেছেন দুটি পুরস্কার। মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড় এবং সর্বকালের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনালদো করেছেন ৯১৬ গোল। যদিও গ্লোব সকার অ্যাওয়ার্ডসেও পক্ষপাতের অভিযোগ রয়েছে।

এবারের গ্লোব সকার অ্যাওয়ার্ডসে ভিনিসিয়ুস জিতেছেন সেরা খেলোয়াড় ও সেরা ফরোয়ার্ডের পুরস্কার। অনলাইনে ২০০টি দেশ ও অঞ্চলের ১০ কোটি ভক্তের ভোটে এই পুরস্কারের বিজয়ী নির্ধারণ করা হয়েছে।

গ্লোব সকার অ্যাওয়ার্ডসের মঞ্চে নিজের অবসর–পরবর্তী ভাবনাও জানিয়েছেন রোনালদো। কোচিং বা সভাপতির দায়িত্ব নয়, বরং ক্লাবের মালিক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তবে এখনই কোনো নির্দিষ্ট ক্লাব কেনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন এই পর্তুগিজ তারকা।