ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বলিউডে এসে বদলে গেলেন ঐশ্বরিয়া!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০১:০০:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • / ৩৬৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিনি এখন বচ্চন ঘরনি। বলিউডে সফর শুরুর আগে পেয়েছিলেন বিশ্বসুন্দরীর খেতাব। সেই সময়ে নাকি একেবারেই অন্য রকম ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন । কিন্তু বিশ্বসুন্দরী খেতাব জেতার পরে আসে অনেক বদল। তার পরে বলিউডে একের পর এক ছবি। দুই সময়ের ঐশ্বরিয়াকে নাকি মেলানো যায় না। দাবি গায়িকা সোনা মহাপাত্রের। সম্প্রতি আনন্দবাজারের এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়াকে নিয়ে কথা বলেন তিনি।

বিশ্বসুন্দরী হয়ে ওঠার আগেও ঐশ্বরিয়াকে চিনতেন সোনা। তিনি বলেছেন, “আমার সব মনে আছে। মুম্বাইতে তখন আমি পরীক্ষা দিতে এসেছিলাম। ঐশ্বরিয়া আমার চেয়ে বয়সে বড় ছিল। কী অপূর্ব দেখতে ছিল সে। কথাও বলত খুব ভাল। আর সবচেয়ে বড় ব্যাপার, ও খুবই বুদ্ধিমতী ও স্বপ্রতিভ ছিল।”

কিন্তু বেশ কয়েক বছর পরে এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়ার কথা শুনে অবাক হন সোনা। কোনও ভাবেই মেলাতে পারছিলেন না। তাঁর কথায়, “আমার দেখা ঐশ্বরিয়া রাই তো ইনি নন। এত কূটনৈতিকতা ওর মধ্যে তো ছিল না। এত রেখে ঢেকে কথা বলত না। তার পর ভাবলাম সময়ের সঙ্গে হয়তো পরিবর্তন এসেছে। কিন্তু ও সত্যিই খুব বুদ্ধিমতী ছিল। এই জগৎ হয়তো অতটা বুদ্ধিমত্তা গ্রহণ করতে সক্ষম নয়। তাই নিজেকে পরিশীলিত করেছে ও। তাই এখন আগের থেকে মিতভাষী। আমি ভুলও হতে পারি।”

ঐশ্বরিয়া স্থাপত্যবিদ্যা নিয়ে পড়াশোনা করতে চেয়েছিলেন। কিন্তু পরে সিদ্ধান্ত বদল করেন। শুরু করেন মডেলিং। ১৯৯৪ সালে তিনি বিশ্বসুন্দরীর খেতাব জিতেছিলেন। তার পরেই মণি রতœমের তামিল ছবিতে অভিনয়ের সফর শুরু তাঁর। তার পরে আর পিছনে ফিরে তাকাননি তিনি।

নিউজটি শেয়ার করুন

বলিউডে এসে বদলে গেলেন ঐশ্বরিয়া!

আপডেট সময় : ০১:০০:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

তিনি এখন বচ্চন ঘরনি। বলিউডে সফর শুরুর আগে পেয়েছিলেন বিশ্বসুন্দরীর খেতাব। সেই সময়ে নাকি একেবারেই অন্য রকম ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন । কিন্তু বিশ্বসুন্দরী খেতাব জেতার পরে আসে অনেক বদল। তার পরে বলিউডে একের পর এক ছবি। দুই সময়ের ঐশ্বরিয়াকে নাকি মেলানো যায় না। দাবি গায়িকা সোনা মহাপাত্রের। সম্প্রতি আনন্দবাজারের এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়াকে নিয়ে কথা বলেন তিনি।

বিশ্বসুন্দরী হয়ে ওঠার আগেও ঐশ্বরিয়াকে চিনতেন সোনা। তিনি বলেছেন, “আমার সব মনে আছে। মুম্বাইতে তখন আমি পরীক্ষা দিতে এসেছিলাম। ঐশ্বরিয়া আমার চেয়ে বয়সে বড় ছিল। কী অপূর্ব দেখতে ছিল সে। কথাও বলত খুব ভাল। আর সবচেয়ে বড় ব্যাপার, ও খুবই বুদ্ধিমতী ও স্বপ্রতিভ ছিল।”

কিন্তু বেশ কয়েক বছর পরে এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়ার কথা শুনে অবাক হন সোনা। কোনও ভাবেই মেলাতে পারছিলেন না। তাঁর কথায়, “আমার দেখা ঐশ্বরিয়া রাই তো ইনি নন। এত কূটনৈতিকতা ওর মধ্যে তো ছিল না। এত রেখে ঢেকে কথা বলত না। তার পর ভাবলাম সময়ের সঙ্গে হয়তো পরিবর্তন এসেছে। কিন্তু ও সত্যিই খুব বুদ্ধিমতী ছিল। এই জগৎ হয়তো অতটা বুদ্ধিমত্তা গ্রহণ করতে সক্ষম নয়। তাই নিজেকে পরিশীলিত করেছে ও। তাই এখন আগের থেকে মিতভাষী। আমি ভুলও হতে পারি।”

ঐশ্বরিয়া স্থাপত্যবিদ্যা নিয়ে পড়াশোনা করতে চেয়েছিলেন। কিন্তু পরে সিদ্ধান্ত বদল করেন। শুরু করেন মডেলিং। ১৯৯৪ সালে তিনি বিশ্বসুন্দরীর খেতাব জিতেছিলেন। তার পরেই মণি রতœমের তামিল ছবিতে অভিনয়ের সফর শুরু তাঁর। তার পরে আর পিছনে ফিরে তাকাননি তিনি।