ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পর্ক নেই: প্রেস সচিব

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৬:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • / ৩৭৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্র-জনতার অভ্যুত্থানকে সমুন্নত রাখার উদ্দেশ্যে আগামী ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) কেন্দ্রীয় শহিদ মিনারে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে সরকারের সঙ্গে এই ঘোষণাপত্রের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে তিনি এসব বলেন।

এসময় প্রেস সচিব বলেন, আমরা এটিকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবে দেখছি। সরকারের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই। যারা এটিকে সাপোর্ট করছেন, এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন।

অপর এক প্রশ্নের জবাবে ডেপুটি প্রেস সেক্রেটারি বলেন, অগ্নিকাণ্ড ইস্যুতে সচিবালয়ে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়নি। তদন্তের স্বার্থে সচিবালয়ে প্রবেশ সীমিত করা হয়েছে। তবে আগামীকাল (সোমবার) থেকে অস্থায়ী পাসের ভিত্তিতে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন।

সচিবালয়ে প্রবেশে প্রাথমিকভাবে ১৬০ জন সাংবাদিক ছাড়াও টেলিভিশনের ৪০ জন ভিজে-কে অস্থায়ী পাস দেয়া হবে জানিয়ে তিনি বলেন, এর বাইরেও ডিএমপির অস্থায়ী সেল থেকে সাংবাদিক বা যাদের প্রয়োজন তারাও পাস সংগ্রহ করতে পারবেন।

এসময় অগ্নিকাণ্ডের বিষয়ে তিনি বলেন, তদন্তের স্বার্থে অগ্নিকাণ্ডের আলামত প্রয়োজনে বিদেশে পাঠানো হতে পারে। এছাড়া শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পর্ক নেই: প্রেস সচিব

আপডেট সময় : ০৮:১৬:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

ছাত্র-জনতার অভ্যুত্থানকে সমুন্নত রাখার উদ্দেশ্যে আগামী ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) কেন্দ্রীয় শহিদ মিনারে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে সরকারের সঙ্গে এই ঘোষণাপত্রের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে তিনি এসব বলেন।

এসময় প্রেস সচিব বলেন, আমরা এটিকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবে দেখছি। সরকারের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই। যারা এটিকে সাপোর্ট করছেন, এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন।

অপর এক প্রশ্নের জবাবে ডেপুটি প্রেস সেক্রেটারি বলেন, অগ্নিকাণ্ড ইস্যুতে সচিবালয়ে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়নি। তদন্তের স্বার্থে সচিবালয়ে প্রবেশ সীমিত করা হয়েছে। তবে আগামীকাল (সোমবার) থেকে অস্থায়ী পাসের ভিত্তিতে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন।

সচিবালয়ে প্রবেশে প্রাথমিকভাবে ১৬০ জন সাংবাদিক ছাড়াও টেলিভিশনের ৪০ জন ভিজে-কে অস্থায়ী পাস দেয়া হবে জানিয়ে তিনি বলেন, এর বাইরেও ডিএমপির অস্থায়ী সেল থেকে সাংবাদিক বা যাদের প্রয়োজন তারাও পাস সংগ্রহ করতে পারবেন।

এসময় অগ্নিকাণ্ডের বিষয়ে তিনি বলেন, তদন্তের স্বার্থে অগ্নিকাণ্ডের আলামত প্রয়োজনে বিদেশে পাঠানো হতে পারে। এছাড়া শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।