ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ডিসেম্বরে দেশে রেকর্ড প্রবাসী আয়ের সম্ভাবনা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • / ৩৮৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের ডিসেম্বরের প্রথম ২৮ দিনে বৈধপথে দেশে এসেছে ২৪২ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশীয় মুদ্রায় প্রায় ২৯ হাজার ৪০ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)। দৈনিক গড়ে ৮ কোটি ৬৪ লাখ ডলার প্রবাসী আয় এসেছে।

রোববার (২৯ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। রেমিট্যান্সের এই ধারা অব্যাহত থাকলে ডিসেম্বরে দেশে রেকর্ড প্রবাসী আয়ের সম্ভাবনা রয়েছে। এর আগে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের জুলাইয়ে, যার পরিমাণ ছিল ২৫৯ কোটি মার্কিন ডলার।

ডিসেম্বরে রেমিট্যান্স প্রবাহের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে এসেছে ৬৮ কোটি ৯৫ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ২৬ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোতে ১৬৩ কোটি ১৩ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোতে ৬৯ লাখ ডলার।

২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধ (জুলাই-ডিসেম্বর) পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৩৫৫ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। মাসভিত্তিক হিসাবে, জুলাইয়ে ১৯১ কোটি ডলার, আগস্টে ২২২ কোটি ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ডলার, অক্টোবরে ২৪০ কোটি ডলার এবং নভেম্বরে ২২০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।

২০২৩-২৪ অর্থবছরে প্রবাসীরা মোট ২ হাজার ৩৯২ কোটি মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা দেশীয় মুদ্রায় প্রায় ২ লাখ ৮২ হাজার কোটি টাকা। এটি এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২০-২১ অর্থবছরে, পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের বিশ্লেষণে দেখা যাচ্ছে, প্রবাসী আয়ের এই ধারা অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে।

নিউজটি শেয়ার করুন

ডিসেম্বরে দেশে রেকর্ড প্রবাসী আয়ের সম্ভাবনা

আপডেট সময় : ০৮:৩৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

চলতি বছরের ডিসেম্বরের প্রথম ২৮ দিনে বৈধপথে দেশে এসেছে ২৪২ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশীয় মুদ্রায় প্রায় ২৯ হাজার ৪০ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)। দৈনিক গড়ে ৮ কোটি ৬৪ লাখ ডলার প্রবাসী আয় এসেছে।

রোববার (২৯ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। রেমিট্যান্সের এই ধারা অব্যাহত থাকলে ডিসেম্বরে দেশে রেকর্ড প্রবাসী আয়ের সম্ভাবনা রয়েছে। এর আগে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের জুলাইয়ে, যার পরিমাণ ছিল ২৫৯ কোটি মার্কিন ডলার।

ডিসেম্বরে রেমিট্যান্স প্রবাহের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে এসেছে ৬৮ কোটি ৯৫ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ২৬ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোতে ১৬৩ কোটি ১৩ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোতে ৬৯ লাখ ডলার।

২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধ (জুলাই-ডিসেম্বর) পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৩৫৫ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। মাসভিত্তিক হিসাবে, জুলাইয়ে ১৯১ কোটি ডলার, আগস্টে ২২২ কোটি ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ডলার, অক্টোবরে ২৪০ কোটি ডলার এবং নভেম্বরে ২২০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।

২০২৩-২৪ অর্থবছরে প্রবাসীরা মোট ২ হাজার ৩৯২ কোটি মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা দেশীয় মুদ্রায় প্রায় ২ লাখ ৮২ হাজার কোটি টাকা। এটি এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২০-২১ অর্থবছরে, পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের বিশ্লেষণে দেখা যাচ্ছে, প্রবাসী আয়ের এই ধারা অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে।