‘রাজনৈতিক সংকট তৈরির ষড়যন্ত্র চলছে’
- আপডেট সময় : ০১:৫৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
- / ৩৮৯ বার পড়া হয়েছে
দেশে অতীতের মতো রাজনৈতিক সংকট তৈরির ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।
বিএনপি দেশের জনগণের জন্য দীর্ঘ দিন ধরে রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। তাই কোন ষড়যন্ত্র করেই কাজ হবে না। প্রয়োজনে আবারো রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন জয়নুল আবদিন ফারুক।
ফারুক বলেন, শেখ হাসিনার এমনভাবে বিচার করতে হবে, যাতে পরবর্তীতে কোনো সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে গণতন্ত্র হত্যা করতে না পারে। কয়েকজন উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এমন কিছু বলা উচিত নয়, যাতে ঐক্য বিনষ্ট হয়। শেখ হাসিনার প্রেতাত্মারা সচিবালয়ে আগুন দিয়েছে বলেও দাবি করেন তিনি।
জনগণের নির্বাচিত প্রতিনিধি ছাড়া দেশের চলমান সংকট সমাধান সম্ভব নয় জানিয়ে অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আহ্বান জানান বিএনপির এই নেতা।