চলতি বছর বিশ্ব বিনোদন দুনিয়ার বেশ ক’জন তারকার মৃত্যু কাঁদিয়েছে অনুরাগীদের। শূনতা বুকে নিয়ে ফিরে দেখা যাক অনন্ত নক্ষত্রবিথীতে পাড়ি দেওয়া সেই গুণীজনদের—
সিন্ডি মরগান
৮ জানুয়ারি
অভিনেত্রী সিন্ডি মরগান ক্যারিয়ারের শুরুতে মডেল হিসেবে সবার দৃষ্টি কাড়েন। ‘আইরিশ স্প্রিং’ সাবানের বিজ্ঞাপনে অভিনয় তাঁকে দর্শকপ্রিয়তা এনে দেয়। পরবর্তী সময়ে সিন্ডি মরগান ‘ক্যাডিশ্যাক’ ও ‘ট্রন’ সিনেমায় অনবদ্য অভিনয়ের মাধ্যমে খ্যাতি লাভ করেন। হলিউড এ অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি লস অ্যাঞ্জেলেস টাইমসকে নিশ্চিত করে ফ্লোরিডার পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। অভিনেত্রী মরগান প্রাকৃতিক কারণে মারা গেছেন বলে জানিয়েছেন কার্যালয়ের কর্মকর্তারা। তবে ঠিক কখন মৃত্যু হয়েছে তাঁর, সেটি তাঁরা জানাতে পারেননি।
ওস্তাদ রশিদ খান
৯ জানুয়ারি
ভারতের শাস্ত্রীয় সংগীতশিল্পী ওস্তাদ রশিদ খান বাংলাদেশেও সুপরিচিত। ৫৫ বছর বয়সী এই শিল্পীকে ক্যানসারের চিকিৎসার জন্য মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সেখান থেকে কলকাতায় নিয়ে আসা হয়। এর মধ্যেই তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। ২০০৬ সালে ‘পদ্মশ্রী’ ও ২০২২ সালে ‘পদ্মভূষণ’ সম্মান লাভ করেন এই শিল্পী।
জন ল্যান্ডিউ
৫ জুলাই
চলচ্চিত্র দুনিয়ায় আবারও একটি দুঃসংবাদ আসে এদিন। বর্ষীয়ান প্রযোজক জন ল্যান্ডিউ মারা যান। যিনি বিজ্ঞান কল্পকাহিনিমূলক চলচ্চিত্র ‘অ্যাভাটার’ ও ‘টাইটানিক’-এর মতো দুর্দান্ত হলিউড চলচ্চিত্র প্রযোজনা করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।
জেমস ড্যারেন
২ সেপ্টেম্বর
সংগীতশিল্পী ও পরিচালক জেমস ড্যারেন লস অ্যাঞ্জেলেসের সিডার-সিনাই হাসপাতালে মৃত্যুবরণ করেন। যুক্তরাষ্ট্রের জনবহুল শহর ফিলাডেলফিয়ায় জন্ম গ্রহণ করা এই তারকা নিউইয়র্কে খ্যাতিমান অভিনেত্রী ও প্রশিক্ষণার্থী স্টেলা অ্যাডলারের সঙ্গে অভিনয় নিয়ে পড়ালেখা করেন। পরবর্তী সময়ে কলম্বিয়া পিকচার্সে চুক্তিবদ্ধ হন। এতে তাঁর প্রথম কাজ ছিল ‘রাম্বল অন দ্য ডক্স’।
লিয়াম পেইন
১৭ অক্টোবর
এদিন প্রয়াত হন ব্রিটিশ ব্যান্ড ‘ওয়ান ডিরেকশন’-এর গায়ক লিয়াম পেইন। প্রাথমিকভাবে ধারণা, আর্জেন্টিনার বুয়েনস আইরেসের একটি হোটেলে অবস্থানকালে বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর। ময়নাতদন্ত পরবর্তী রিপোর্টে বলা হয়েছে, লিয়ামের মৃত্যুতে তাঁরা একাধিক অসংগতি খুঁজে পেয়েছেন, যার ফলে ‘কোয়েশ্চেন্যাবল ডেথ’ হিসেবে ধরা হচ্ছে এটিকে।
রন এলি
২৩ অক্টোবর
‘টারজান’খ্যাত জনপ্রিয় অভিনেতা রন এলি। গত ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় লস আলামোসে নিজ বাড়িতে প্রয়াত হয়েছেন তিনি। ষাটের দশকে বেশকিছু জনপ্রিয় টিভি শো উপস্থাপনা করেছেন রন এলি। পাশাপাশি জনপ্রিয় সিরিজ ও সিনেমাতেও অভিনয় করেছেন। তবে তাঁকে জনপ্রিয়তার চূড়ায় পৌঁছে দিয়েছে ‘টারজান’ চরিত্রটি।
সিলভিয়া পিনাল
৩০ নভেম্বর
আইকনিক মেক্সিকান অভিনেত্রী সিলভিয়া পিনাল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। সাত দশক ধরে দুর্দান্ত অভিনয় এবং প্রযোজনা করেছেন পিনাল। ১৯৬০-এর দশকের তিনটি ক্লাসিক ‘ভিরিডিয়ানা (১৯৬১)’, ‘দ্য এক্সটারমিনেটিং অ্যাঞ্জেল (১৯৬২)’ ও ‘সাইমন অব দ্য ডেজার্ট (১৯৬৫)’ টপলাইন করার জন্য আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন।
পার্ক মিন জে
২৯ নভেম্বর
চীনে বেড়াতে গিয়েছিলেন ‘লিটল উইমেন’ অভিনেতা পার্ক মিন জে। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। ৩২ বছর বয়সী কোরীয় এ অভিনেতা ২০২১ সালে ‘আইডল: দ্য ক্যু’ সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছেন।
ওস্তাদ জাকির হোসেন
১৫ ডিসেম্বর
আমেরিকায় মারা যান বিশ্বখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন। সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে প্রয়াত হন। ভারতীয় শাস্ত্রীয় সংগীতকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন তিনি। সান ফ্রান্সিসকোতে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।
অলিভিয়া হাসি
২৭ ডিসেম্বর
‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ সিনেমা দিয়ে বিশ্বজোড়া খ্যাতি পেয়েছিলেন ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া হাসি। গত শুক্রবার তাঁর মারা যাওয়ার সংবাদ জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। ১৯৬৮ সালে অলিভিয়া যখন রোমিও অ্যান্ড জুলিয়েট চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, তখন তাঁর বয়স ছিল মাত্র ১৫। সে বছর সেরা নবাগত অভিনেত্রী হিসেবে গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছিলেন তিনি।