ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি

চট্টগ্রাম প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
- / ৪১০ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ভোটে ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠনের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে।
রোববার (২৯শে ডিসেম্বর) সকালে চট্টগ্রাম ভেটেরিনারী ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষাবর্ষ সমারম্ভ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আমির খসরু বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে এর সাথে চলতে পারলে আগামীর বাংলাদেশ কঠিন হবে। রাষ্ট্রের সংস্কার কাজ এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান আমির খসরু।