ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

২৪-এ আলোচনা-সমালোচনায় যেসব তারকা

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • / ৩৯৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেষ হতে চলেছে ২০২৪। এ বছর শোবিজ অঙ্গনের তারকাদের অনেকে নানাভাবে আলোচনায় ছিলেন। কেউ কুড়িয়েছেন প্রশংসা, কেউ-বা হয়েছেন সমালোচিত। ফিরে দেখা যাক আলোচনা-সমালোচনার টেবিলে জায়গা করে নেওয়া সেসব তারকাদের—

মোস্তফা সরয়ার ফারুকী
অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পরই তাঁকে নিয়ে নেটিজেনদের একটি অংশ প্রতিক্রিয়া দেখায়। তাঁরা এই নির্মাতার অতীতের বিভিন্ন বিষয় সামনে এনে সমালোচনা করেন।

অরুণা বিশ্বাস
চলতি বছর দেশের ইতিহাসে যুক্ত হয়েছে নতুন অধ্যায়—ছাত্র-জনতার গণঅভ্যুত্থান। জুলাই-আগস্টে এ আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন আওয়ামীপন্থী তারকারা। এরপর গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ফাঁস হয় তেমনই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা, যা নিয়ে গোটা দেশজুড়ে তোলপাড়। ‘আলো আসবেই’ নামের সেই গ্রুপের স্ক্রিনশটে দেখা যায়, অভিনেত্রী অরুণা বিশ্বাস বলছেন, ‘ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দিলেই সব ঠিক হয়ে যাবে।’ এ ঘটনায় তীব্র রোষানলে পড়েন ‘চাপা ডাঙ্গার বউ’খ্যাত এই অভিনেত্রী। তিনি ছাড়াও এই হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য সমালোচিত হয়েছেন সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস, নায়ক রিয়াজ, অভিনেতা সাজু খাদেম, অভিনেত্রী শামীমা তুষ্টি, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি প্রমুখ। তাদের কেউ কেউ অবশ্য এই গ্রুপে থাকার বিষয়ে মুখ খুলেছেন, হয়েছেন ক্ষমাপ্রার্থী।

সিমরিন লুবাবা
চলতি বছর সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদকে ‘হাউন আংকেল’ ডেকে ভাইরাল হন খুদে তারকা সিমরিন লুবাবা। এক সাক্ষাৎকারে সে ডিবি প্রধান হারুনকে ‘হাউন’ উচ্চারণ করেন। এর ফলে বেশ ট্রলের সম্মুখীন হন লুবাবা। ২০২৩ সালে তার ‘কেন্দে দিয়েছি’ ডায়ালগটিও সামাজিকমাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল।

নাজিম জয়
বিতর্ক যেন অভিনেতা শাহারিয়ার নাজিম জয়ের পিছুই ছাড়ে না! নানা কারণে মাঝেমধ্যেই খবরের শিরোনাম হন তিনি। চলতি বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে জয়ের লেখা একটি চিঠি ভাইরাল হয়। ২০১৪ সালে যা তিনি তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে লিখেছিলেন। এর আগে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় নীরব ভূমিকায় থাকার কারণেও সমালোচনায় পড়েছেন। যদিও এ জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

মুখোমুখি পরী-বুবলী
গত মার্চে ভার্চ্যুয়াল যুদ্ধে মুখোমুখি হন পরী মণি ও শবনম বুবলী। ঢাকাই ছবির আলোচিত এই দুই অভিনেত্রীর মধ্যে বিতণ্ডার সূত্রপাত ছেলের জন্মদিনে বুবলীর ফেসবুকে আপলোড করা একটি ভিডিওকে ঘিরে। পরী মণির দাবি ছিল, তাঁর দেখাদেখি একই রকম ভিডিও বানিয়েছেন ববুলী। কিন্তু বুবলী পাল্টা একটি পোস্ট দিয়ে লেখেন, ‘পাশের দেশগুলো টালিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়েতে, যেখানে বিয়ের ড্রেসের কালার, অ্যারেঞ্জমেন্ট, বর-কনের আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে।’

শাকিব খান
যেখানে ঢালিউড সুপারস্টার শাকিব খান, সেখানে সিনেমা মাত্রই উপচেপড়া ভিড়। তাঁকে ঘিরে মাতোয়ারা দর্শক। বিদায়ী বছরেও এর ব্যতিক্রম কিছু নয়। ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘তুফান’ দিয়ে ঝড় তুলেছেন তিনি। ব্লকবাস্টার হয়েছে সিনেমাটি। দেশ-বিদেশের দর্শকরা তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন। অন্যদিকে, এ বছর প্যান-ইন্ডিয়ান চলচ্চিত্রেও নাম লেখালেন শাকিব। গত ১৫ নভেম্বর মুক্তি পেয়েছে ‘দরদ’। অভিনেতার বিপরীতে ছিলেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। যদিও প্রেক্ষাগৃহে অনন্য মামুন পরিচালিত সিনেমাটি তেমন সাড়া ফেলতে পারেনি।

রায়হান রাফী
ঢাকাই চলচ্চিত্রে নিজের ধারাবাহিকতা ধরে রেখেছেন রায়হান রাফী। ‘পোড়ামন ২’, ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’র পর এ বছর তিনি আলোচনায় এসেছেন ‘তুফান’ ছবির সুবাদে। সিনেমাটির জন্য শাকিব যেমন প্রশংসিত, তেমনই বাহবা পেয়েছেন রাফীও। বিভিন্ন সূত্র বলছে, প্রায় ৩২ কোটি টাকার ব্যবসা করেছে তুফান। যদিও আয়ের এই তথ্য নিয়ে সিনেমা-সংশ্লিষ্টদের দ্বিমত রয়েছে। কিন্তু ছবিটি যে ভালো ব্যবসা করছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

মীর রাব্বি-প্রিয়ন্তী উর্বী
ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) উপলক্ষে মুক্তি পেয়েছিল ‘বুক পকেটের গল্প’। যেখানে প্রতিটি চরিত্রই আলাদাভাবে নজর কাড়ে। তবে বিশেষ করে অভিনয় দক্ষতা দিয়ে নজর কেড়েছেন দুই তরুণ অভিনয়শিল্পী মীর রাব্বি ও প্রিয়ন্তী উর্বী। নাটকটি পরিচালনা করেছেন জাহিদ প্রীতম। এতে তিনটি জুটির তিনটি প্রেমের গল্প দেখিয়েছেন তিনি। যেখানে চরিত্রগুলো পরস্পরের শাশ্বত ভালোবাসা পেতে চায়। বাস্তবসম্মত এমন অদ্ভুত প্রেমের গল্পে মুগ্ধতা প্রকাশ করেন দর্শকরা, এমনকি সমালোচকরাও।

মাহিয়া মাহি
বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০২৪) রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বরাদ্দ পেয়েছিলেন ট্রাক প্রতীক। এরপরই নানা কারণে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন এ নায়িকা। তাঁদের হাস্যরসের খোরাক হওয়ার পেছনে ছিল আওয়ামী লীগের সমর্থন করেও দলটি থেকে তাঁর মনোনয়ন না পাওয়া! এ ছাড়া সেখানকার নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরীর সঙ্গে মাহির দ্বন্দ্ব ছিল আলোচনায়।

ফেরদৌস আহমেদ
এপার-ওপার দুই বাংলাতেই জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ থেকে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। হয়েছিলেন সংসদ সদস্য। কিন্তু বিতর্কিত সেই নির্বাচনে দাঁড়ানোর ফলে নেটিজেনরা তাঁকে নিয়ে কানাঘুষো শুরু করেন।

ববি হক
গত ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল চিত্রনায়িকা ববি হকের সিনেমা ‘ময়ূরাক্ষী’। মুক্তির পরপরই এর নির্মাতা রাশিদ পলাশের সঙ্গে ববির দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আসে। একাধিক সূত্র জানায় যে, রাজধানীর নিকেতনের একটি বাসায় এই নির্মাতাকে চড় মেরেছেন অভিনেত্রী। তারপরই ঢালিউডে এ ঘটনা রটে যায়। এ ছাড়া মুহাম্মদ সাকিব উদ্দোজা নামের এক ব্যবসায়ীর সঙ্গেও বিতণ্ডায় জড়িয়ে খবরের শিরোনাম হন ববি।

নিউজটি শেয়ার করুন

২৪-এ আলোচনা-সমালোচনায় যেসব তারকা

আপডেট সময় : ০১:০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

শেষ হতে চলেছে ২০২৪। এ বছর শোবিজ অঙ্গনের তারকাদের অনেকে নানাভাবে আলোচনায় ছিলেন। কেউ কুড়িয়েছেন প্রশংসা, কেউ-বা হয়েছেন সমালোচিত। ফিরে দেখা যাক আলোচনা-সমালোচনার টেবিলে জায়গা করে নেওয়া সেসব তারকাদের—

মোস্তফা সরয়ার ফারুকী
অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পরই তাঁকে নিয়ে নেটিজেনদের একটি অংশ প্রতিক্রিয়া দেখায়। তাঁরা এই নির্মাতার অতীতের বিভিন্ন বিষয় সামনে এনে সমালোচনা করেন।

অরুণা বিশ্বাস
চলতি বছর দেশের ইতিহাসে যুক্ত হয়েছে নতুন অধ্যায়—ছাত্র-জনতার গণঅভ্যুত্থান। জুলাই-আগস্টে এ আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন আওয়ামীপন্থী তারকারা। এরপর গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ফাঁস হয় তেমনই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা, যা নিয়ে গোটা দেশজুড়ে তোলপাড়। ‘আলো আসবেই’ নামের সেই গ্রুপের স্ক্রিনশটে দেখা যায়, অভিনেত্রী অরুণা বিশ্বাস বলছেন, ‘ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দিলেই সব ঠিক হয়ে যাবে।’ এ ঘটনায় তীব্র রোষানলে পড়েন ‘চাপা ডাঙ্গার বউ’খ্যাত এই অভিনেত্রী। তিনি ছাড়াও এই হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য সমালোচিত হয়েছেন সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস, নায়ক রিয়াজ, অভিনেতা সাজু খাদেম, অভিনেত্রী শামীমা তুষ্টি, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি প্রমুখ। তাদের কেউ কেউ অবশ্য এই গ্রুপে থাকার বিষয়ে মুখ খুলেছেন, হয়েছেন ক্ষমাপ্রার্থী।

সিমরিন লুবাবা
চলতি বছর সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদকে ‘হাউন আংকেল’ ডেকে ভাইরাল হন খুদে তারকা সিমরিন লুবাবা। এক সাক্ষাৎকারে সে ডিবি প্রধান হারুনকে ‘হাউন’ উচ্চারণ করেন। এর ফলে বেশ ট্রলের সম্মুখীন হন লুবাবা। ২০২৩ সালে তার ‘কেন্দে দিয়েছি’ ডায়ালগটিও সামাজিকমাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল।

নাজিম জয়
বিতর্ক যেন অভিনেতা শাহারিয়ার নাজিম জয়ের পিছুই ছাড়ে না! নানা কারণে মাঝেমধ্যেই খবরের শিরোনাম হন তিনি। চলতি বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে জয়ের লেখা একটি চিঠি ভাইরাল হয়। ২০১৪ সালে যা তিনি তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে লিখেছিলেন। এর আগে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় নীরব ভূমিকায় থাকার কারণেও সমালোচনায় পড়েছেন। যদিও এ জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

মুখোমুখি পরী-বুবলী
গত মার্চে ভার্চ্যুয়াল যুদ্ধে মুখোমুখি হন পরী মণি ও শবনম বুবলী। ঢাকাই ছবির আলোচিত এই দুই অভিনেত্রীর মধ্যে বিতণ্ডার সূত্রপাত ছেলের জন্মদিনে বুবলীর ফেসবুকে আপলোড করা একটি ভিডিওকে ঘিরে। পরী মণির দাবি ছিল, তাঁর দেখাদেখি একই রকম ভিডিও বানিয়েছেন ববুলী। কিন্তু বুবলী পাল্টা একটি পোস্ট দিয়ে লেখেন, ‘পাশের দেশগুলো টালিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়েতে, যেখানে বিয়ের ড্রেসের কালার, অ্যারেঞ্জমেন্ট, বর-কনের আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে।’

শাকিব খান
যেখানে ঢালিউড সুপারস্টার শাকিব খান, সেখানে সিনেমা মাত্রই উপচেপড়া ভিড়। তাঁকে ঘিরে মাতোয়ারা দর্শক। বিদায়ী বছরেও এর ব্যতিক্রম কিছু নয়। ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘তুফান’ দিয়ে ঝড় তুলেছেন তিনি। ব্লকবাস্টার হয়েছে সিনেমাটি। দেশ-বিদেশের দর্শকরা তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন। অন্যদিকে, এ বছর প্যান-ইন্ডিয়ান চলচ্চিত্রেও নাম লেখালেন শাকিব। গত ১৫ নভেম্বর মুক্তি পেয়েছে ‘দরদ’। অভিনেতার বিপরীতে ছিলেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। যদিও প্রেক্ষাগৃহে অনন্য মামুন পরিচালিত সিনেমাটি তেমন সাড়া ফেলতে পারেনি।

রায়হান রাফী
ঢাকাই চলচ্চিত্রে নিজের ধারাবাহিকতা ধরে রেখেছেন রায়হান রাফী। ‘পোড়ামন ২’, ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’র পর এ বছর তিনি আলোচনায় এসেছেন ‘তুফান’ ছবির সুবাদে। সিনেমাটির জন্য শাকিব যেমন প্রশংসিত, তেমনই বাহবা পেয়েছেন রাফীও। বিভিন্ন সূত্র বলছে, প্রায় ৩২ কোটি টাকার ব্যবসা করেছে তুফান। যদিও আয়ের এই তথ্য নিয়ে সিনেমা-সংশ্লিষ্টদের দ্বিমত রয়েছে। কিন্তু ছবিটি যে ভালো ব্যবসা করছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

মীর রাব্বি-প্রিয়ন্তী উর্বী
ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) উপলক্ষে মুক্তি পেয়েছিল ‘বুক পকেটের গল্প’। যেখানে প্রতিটি চরিত্রই আলাদাভাবে নজর কাড়ে। তবে বিশেষ করে অভিনয় দক্ষতা দিয়ে নজর কেড়েছেন দুই তরুণ অভিনয়শিল্পী মীর রাব্বি ও প্রিয়ন্তী উর্বী। নাটকটি পরিচালনা করেছেন জাহিদ প্রীতম। এতে তিনটি জুটির তিনটি প্রেমের গল্প দেখিয়েছেন তিনি। যেখানে চরিত্রগুলো পরস্পরের শাশ্বত ভালোবাসা পেতে চায়। বাস্তবসম্মত এমন অদ্ভুত প্রেমের গল্পে মুগ্ধতা প্রকাশ করেন দর্শকরা, এমনকি সমালোচকরাও।

মাহিয়া মাহি
বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০২৪) রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বরাদ্দ পেয়েছিলেন ট্রাক প্রতীক। এরপরই নানা কারণে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন এ নায়িকা। তাঁদের হাস্যরসের খোরাক হওয়ার পেছনে ছিল আওয়ামী লীগের সমর্থন করেও দলটি থেকে তাঁর মনোনয়ন না পাওয়া! এ ছাড়া সেখানকার নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরীর সঙ্গে মাহির দ্বন্দ্ব ছিল আলোচনায়।

ফেরদৌস আহমেদ
এপার-ওপার দুই বাংলাতেই জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ থেকে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। হয়েছিলেন সংসদ সদস্য। কিন্তু বিতর্কিত সেই নির্বাচনে দাঁড়ানোর ফলে নেটিজেনরা তাঁকে নিয়ে কানাঘুষো শুরু করেন।

ববি হক
গত ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল চিত্রনায়িকা ববি হকের সিনেমা ‘ময়ূরাক্ষী’। মুক্তির পরপরই এর নির্মাতা রাশিদ পলাশের সঙ্গে ববির দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আসে। একাধিক সূত্র জানায় যে, রাজধানীর নিকেতনের একটি বাসায় এই নির্মাতাকে চড় মেরেছেন অভিনেত্রী। তারপরই ঢালিউডে এ ঘটনা রটে যায়। এ ছাড়া মুহাম্মদ সাকিব উদ্দোজা নামের এক ব্যবসায়ীর সঙ্গেও বিতণ্ডায় জড়িয়ে খবরের শিরোনাম হন ববি।