কৃষক বিদ্রোহে অচল ভারতের পাঞ্জাব, ১৬৩ ট্রেন বাতিল
- আপডেট সময় : ০৪:৪৮:১৮ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
- / ৩৫৪ বার পড়া হয়েছে
ফসলের ন্যূনতম মূল্যসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করেছন ভারতের পাঞ্জাবের কৃষকেরা। আজ সকাল থেকে পাঞ্জাবের ২০০টির বেশি গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ করেছে আন্দোলনকারীরা। বাতিল করা হয়েছে ১৬৩টি ট্রেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ফসলের ন্যূনতম সহায়কমূল্যে (এমএসপি) আইনি নিশ্চয়তাসহ ১৩ দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়ালে। আজ তাঁর অনশন ৩৪ দিনে পড়েছে। জগজিতের পাশে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের ওপর চাপ বাড়াতে আজ থেকে ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছিলেন কৃষকেরা।
কৃষকদের আন্দোলনের জেরে আজ সকাল ৭টা থেকে ব্যাপক প্রভাব পড়েছে পাঞ্জাবে। জলন্ধর-দিল্লি জাতীয় সড়ক ও অমৃতসর-দিল্লি জাতীয় সড়কের ওপর বসে বিক্ষোভ করছেন কৃষকেরা। পুরো পাঞ্জাবের এ রকম ২০০টির বেশি গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ করে ফেলেছেন কৃষকেরা। কোথাও কোথাও টিয়ার গ্যাস ছোড়া হয়েছে কৃষকদের ওপর।
একজন কৃষকনেতা বলেন, গোটা রাজ্যজুড়ে বন্ধ পালন করা হলেও সমস্ত গুরুত্বপূর্ণ পরিষেবা চালু রাখা হয়েছে। বিয়ের অনুষ্ঠানে যাওয়ার ক্ষেত্রেও কাউকে বাধা দেওয়া হচ্ছে না। এদিকে শৈত্যপ্রবাহের জন্য পাঞ্জাবে বন্ধ রয়েছে সমস্ত স্কুল।
কৃষক নেতা অভিমন্যু কোহার বলেন, ‘আমাদের দাবিগুলি অত্যন্ত স্পষ্ট। তা সত্ত্বেও আমাদের আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। কেন্দ্র নিজেদের অবস্থানে অনড় থেকে কৃষকদের কোনও দাবিতে আমল দিচ্ছে না।’