ট্রেইনি চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাল থেকে ফিরছেন কাজে
- আপডেট সময় : ০৫:২৯:০১ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
- / ৩৬৫ বার পড়া হয়েছে
বর্ধিত ভাতার প্রজ্ঞাপন মেনে নিয়ে কর্মবিরতি ও আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। আন্দোলন প্রত্যাহার করে আগামীকাল (মঙ্গলবার, ৩১ ডিসেম্বর) থেকে কাজে যোগ দিবেন তারা।
আজ (সোমবার, ৩০ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন হলে আন্দোলনকারী ট্রেইনি চিকিৎসকদের বৈঠকে এ সিদ্ধান্ত নেন তারা।
আন্দোলন প্রত্যাহার প্রসঙ্গে আন্দোলেন থাকা চিকিৎসকদের সংগঠন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন সংবাদ সম্মেলনে বলেন, ’আমরা দীর্ঘ দু’বছর ধরে রাজপথে সংগ্রাম করছি। আমরা যখনই ভাতা বৃদ্ধির যৌক্তিক দাবি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গিয়েছি, যৌক্তিক দাবি বলে সবাই কেবল আশ্বাসই দিয়েছে। সেজন্য এবার বাধ্য হয়েই রাস্তায় নামি আমরা।’
তিনি বলেন, ‘শাহবাগে অবস্থান কর্মসূচির পর আমাদের ডাকা হয়। এর পরই ভাতা বাড়ানোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে জানুয়ারি থেকে ৩০ হাজার টাকা এবং পরবর্তী জুলাই থেকে ৩৫ হাজার টাকা ভাতা দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে আমরা সরকারের এ সিদ্ধান্ত মেনে নিচ্ছি এবং কাজে ফিরে যাচ্ছি।’
এ সময় ডা. জাবির বলেন, ‘আগামীকাল সকাল আটটা থেকে আমরা কাজে ফিরব। তবে কোনো কারণে যদি জুলাই থেকে ৩৫ হাজার টাকা সিদ্ধান্ত বাস্তবায়ন করা না হয় সেক্ষেত্রে আমরা চিকিৎসকরা আবারো রাস্তায় নামতে বাধ্য হবো।’
এর আগে পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব সৈয়দ আলী বিন হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, জানুয়ারি মাস থেকে তারা ৩০ হাজার টাকা ভাতা পাবেন, এরপর আগামী জুলাই মাস থেকেই ৩৫ হাজার করে ভাতা পাবেন।