চীন বাংলাদেশে একটি শক্তিশালী ও কার্যকর বিচার বিভাগ গঠনে সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (৩০ ডিসেম্বর) সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।
সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চীনা রাষ্ট্রদূত তিন সদস্যের প্রতিনিধি দল নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে মিলিত হন। এ সময় বাংলাদেশ ও চীনের ঐতিহাসিক সম্পর্ক এবং ভবিষ্যতে দুই দেশের সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রধান বিচারপতির গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে চীনের রাষ্ট্রদূত বলেন, দেশের বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রতা এবং সুশাসন প্রতিষ্ঠায় সৈয়দ রেফাত আহমেদের বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
চীনের রাষ্ট্রদূত বিচার বিভাগের দক্ষতা বাড়াতে দুই দেশের বিচারকদের মধ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালুর আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি, প্রধান বিচারপতিকে চীন সফরের আমন্ত্রণ জানান।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আরও জানান, সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা এবং গণঅভ্যুত্থানের সময় আহতদের চিকিৎসায় চীন সহায়তা দিয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ চীনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে আইন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি দুই দেশের বিচার বিভাগের মধ্যে সম্পর্ক আরও জোরদারে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।