ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রাশিয়া থেকে উড়োজাহাজটিতে গুলি করা হয়: আজারবাইজানের প্রেসিডেন্ট

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৯:১৭ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • / ৩৬৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজারবাইজান এয়ারলাইনসের উড়োজাহাজটি লক্ষ্য করে রাশিয়া থেকে গুলি করা হয়েছে অভিযোগ করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। গতকাল রোববার তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গতকাল রাষ্ট্রীয় টেলিভিশনে ইলহাম আলিয়েভ বলেন, ‘দুর্ঘটনাবশত রাশিয়া বিমানটিকে গুলি করেছিল। এখানে কোনো ইচ্ছাকৃত সন্ত্রাসী কার্যক্রমের কথা উঠছে না। অতএব দোষ স্বীকার করে যথাসময়ে আজারবাইজানের কাছে ক্ষমা চাওয়া এবং জনগণকে এ ব্যাপারে অবহিত করা উচিত ছিল।’

এর আগে যুক্তরাষ্ট্রও একই অভিযোগ করে বলেছে, আজারবাইজান এয়ারের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়ে থাকতে পারে।

গত বুধবার ৬৭ আরোহী নিয়ে আজারবাইজানের বিমান বিধ্বস্ত হয়। এতে ৩৮ জন প্রাণ হারান। বিমানটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়া অঞ্চলের রাজধানী গ্রোজনি যাচ্ছিল। বিমানটির বেশির ভাগ যাত্রী আজারবাইজানের। যাত্রীদের মধ্যে রাশিয়া, কাজাখস্তান ও কিরগিজিস্তানের নাগরিকও ছিলেন।

এ দিকে এ উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় গত শনিবার ক্ষমা ক্ষমা চেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে ভুলবশত যাত্রীবাহী ওই বিমানটি ভূপাতিত হয়। ওই সময়ে গ্রোজনি, মোজদোক ও ভ্লাদিকাভাকাজে ইউক্রেনে ড্রোন হামলা করছিল। তবে এই বিবৃতিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে উড়োজাহাজটি ভূপাতিত করা হয়েছে এমন সরাসরি স্বীকারোক্তি দেওয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

রাশিয়া থেকে উড়োজাহাজটিতে গুলি করা হয়: আজারবাইজানের প্রেসিডেন্ট

আপডেট সময় : ০৩:৩৯:১৭ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

আজারবাইজান এয়ারলাইনসের উড়োজাহাজটি লক্ষ্য করে রাশিয়া থেকে গুলি করা হয়েছে অভিযোগ করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। গতকাল রোববার তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গতকাল রাষ্ট্রীয় টেলিভিশনে ইলহাম আলিয়েভ বলেন, ‘দুর্ঘটনাবশত রাশিয়া বিমানটিকে গুলি করেছিল। এখানে কোনো ইচ্ছাকৃত সন্ত্রাসী কার্যক্রমের কথা উঠছে না। অতএব দোষ স্বীকার করে যথাসময়ে আজারবাইজানের কাছে ক্ষমা চাওয়া এবং জনগণকে এ ব্যাপারে অবহিত করা উচিত ছিল।’

এর আগে যুক্তরাষ্ট্রও একই অভিযোগ করে বলেছে, আজারবাইজান এয়ারের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়ে থাকতে পারে।

গত বুধবার ৬৭ আরোহী নিয়ে আজারবাইজানের বিমান বিধ্বস্ত হয়। এতে ৩৮ জন প্রাণ হারান। বিমানটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়া অঞ্চলের রাজধানী গ্রোজনি যাচ্ছিল। বিমানটির বেশির ভাগ যাত্রী আজারবাইজানের। যাত্রীদের মধ্যে রাশিয়া, কাজাখস্তান ও কিরগিজিস্তানের নাগরিকও ছিলেন।

এ দিকে এ উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় গত শনিবার ক্ষমা ক্ষমা চেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে ভুলবশত যাত্রীবাহী ওই বিমানটি ভূপাতিত হয়। ওই সময়ে গ্রোজনি, মোজদোক ও ভ্লাদিকাভাকাজে ইউক্রেনে ড্রোন হামলা করছিল। তবে এই বিবৃতিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে উড়োজাহাজটি ভূপাতিত করা হয়েছে এমন সরাসরি স্বীকারোক্তি দেওয়া হয়নি।