সচিবালয়ে আগুনের ঘটনায় প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়লো
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৫:৩৩:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
- / ৩৭৫ বার পড়া হয়েছে
সচিবালয়ে আগুনের ঘটনায় প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা ৩০ তারিখ থেকে একদিন বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে বলে জানিয়েছেন কমিটি প্রধান স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। তদন্ত কমিটি আগামীকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক প্রতিবেদন জমা দেবে বলে জানান তিনি।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন কমিটি প্রধান।
নাসিমুল গনি বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত সময় নেওয়া হয়েছে। এর আগে দেওয়ার চেষ্টা করা হবে।’
তিনি বলেন, ‘সেনা, পুলিশ, বুয়েটসহ একাধিক সংস্থা আগুনের আলামত সংগ্রহ করছে। সবার কাছ থেকে তথ্য নিতে একটু সময় বেশি লাগছে। কিছু আলামত পরীক্ষার জন্য বিদেশে পাঠানো হবে।’