নতুন বছরে বিয়ের পিঁড়িতে অঙ্কুশ-ঐন্দ্রিলা
- আপডেট সময় : ১২:২৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
- / ৩৭৪ বার পড়া হয়েছে
বিয়ের পিঁড়িতে রুপোলি পর্দার ‘মির্জা’! এই খবরে টলিউড তোলপাড়। এক যুগেরও বেশি বন্ধুত্বের পর শোনা যাচ্ছে, সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অঙ্কুশ হাজরা-ঐন্দ্রিলা সেন।
তারকা যুগলের একটি ঝলকবার্তা থেকে খবরটি প্রথম ছড়ায়। সেখানেই ঐন্দ্রিলা জানিয়েছেন, তাঁরা নতুন বছরে নতুন জীবন শুরু করতে চলেছেন। যার প্রাক পর্ব মানে কেনাকাটা শুরু। সদ্য বড়দিন গিয়েছে। বছরশেষের উদযাপন দোরগোড়ায়। উৎসবের আবহে বিয়ের ঘোষণা করতেই দুই অভিনেতার অনুরাগীরা উচ্ছ্বসিত।
তাঁরাও অনেক দিন ধরে দিন গুনছেন, কবে তাঁদের দুই প্রিয় অভিনেতা সফল দম্পতি হবেন। অঙ্কুশ-ঐন্দ্রিলার ভাগ করে নেওয়া ভিডিও অনুযায়ী, উভয়েই তাঁদের বিয়ের পোশাকের দায়িত্ব সম্ভবত দিতে চলেছেন পোশাকশিল্পী অভিষেক রায়কে। তাঁর পোশাক সম্ভার থেকে নায়িকাকে বেনারসি, বিয়ের গয়না, নায়ককে শেরওয়ানি, পাঞ্জাবি বেছে নিতে দেখা গেছে।
বিস্তারিত জানতে অঙ্কুশ-ঐন্দ্রিলা-অভিষেক–তিন জনের সঙ্গেই গনমাধ্যমকর্মীরা যোগাযোগের চেষ্টা করেছিলেন তবে তিন জনের এক জনও ফোনে সাড়া দেননি।