ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গোপালগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • / ৩৫৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাসে হামলা চালিয়েছে দুস্কৃতিকারীরা। মঙ্গলবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন।

দুপুর দেড়টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জানানো হয়, ‘ঢাকার উদ্দেশে খুলনা ও বাগেরহাট থেকে আগত শিক্ষার্থীদের বাস বহর গোপালগঞ্জে অতর্কিত হামলার শিকার হয়েছে। বহু শিক্ষার্থী গুরুতর আহত। স্বৈরাচারের দোসররা এখনো ঘৃণ্য হামলা চালাতে তৎপর রয়েছে।’

জানা গেছে, বাগেরহাট থেকে মোট ১১টি বাসে করে শিক্ষার্থীরা ঢাকার উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে গোপালগঞ্জে তাদের বাসগুলো আটকে হামলা চালায় আওয়ামী লীগের সমর্থকরা। হামলায় অনেক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আজ সকাল থেকেই জড়ো হচ্ছে শিক্ষার্থীরা। ভোর থেকে সারা দেশের বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল নিয়ে শিক্ষার্থীরা শহীদ মিনারে আসতে শুরু করেন।

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলা

আপডেট সময় : ০৩:৪৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

গোপালগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাসে হামলা চালিয়েছে দুস্কৃতিকারীরা। মঙ্গলবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন।

দুপুর দেড়টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জানানো হয়, ‘ঢাকার উদ্দেশে খুলনা ও বাগেরহাট থেকে আগত শিক্ষার্থীদের বাস বহর গোপালগঞ্জে অতর্কিত হামলার শিকার হয়েছে। বহু শিক্ষার্থী গুরুতর আহত। স্বৈরাচারের দোসররা এখনো ঘৃণ্য হামলা চালাতে তৎপর রয়েছে।’

জানা গেছে, বাগেরহাট থেকে মোট ১১টি বাসে করে শিক্ষার্থীরা ঢাকার উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে গোপালগঞ্জে তাদের বাসগুলো আটকে হামলা চালায় আওয়ামী লীগের সমর্থকরা। হামলায় অনেক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আজ সকাল থেকেই জড়ো হচ্ছে শিক্ষার্থীরা। ভোর থেকে সারা দেশের বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল নিয়ে শিক্ষার্থীরা শহীদ মিনারে আসতে শুরু করেন।