তারেক রহমানের বিরুদ্ধে করা আরও এক মানহানি মামলা খারিজ
- আপডেট সময় : ০৪:১৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
- / ৩৫৫ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নড়াইলে বিগত ২০১৪ সালে দায়েরকৃত একটি মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। মামলার বাদী মামলা চালাতে অস্বীকৃতি জানালে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ এর বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মামলাটি খারিজ করে দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকায় এক সমাবেশে শেখ মুজিবুর রহমানের সম্পর্কে দেয়া একটি বক্তব্যকে অবমাননাকর বলে আখ্যা দিয়ে তারেক রহমানের বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করা হয়। শাহজাহান বিশ্বাস নামে এক মুক্তিযোদ্ধা ঐ বছরের ২৪ ডিসেম্বর এ মামলা দায়ের করেন। মামলায় একই আদালত বিগত ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তারেক রহমানকে দোষী সাব্যস্ত করে ২ বছর কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা আনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। পরবর্তীতে বাদী উচ্চ আদালতে রিভিউ পিটিশন করলে বাদীর আবেদনের প্রেক্ষিতে উক্ত আদালত সাজা প্রদানকারী আদালতকে মামলাটি পুনঃবিচারের আদেশ দেন। এ অবস্থায় বাদী মামলা পরিচালনায় অস্বীকৃতি জনালে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মামলার ধার্য দিনে আদালত মামলা খারিজ করে দেন।
এদিকে তারেক রহমানের মামলা খারিজ আদাশে জেলা বিএনপির উদ্যোগে তৎক্ষণাৎ এক আনন্দ মিছিল বের করা হয়। জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের নেতৃত্বে মিছিলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আলী হাসানসহ বিএনপির ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে আদালত চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।