ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘যারা ষড়যন্ত্র করছেন তাদের বলতে চাই, আপনাদের আপা আর ফিরবে না’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • / ৩৫৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যারা ষড়যন্ত্র করছেন তাদের বলতে চাই আপনাদের আপা আর ফিরবে না। আজ (মঙ্গলবার, ৩১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে এ কথা জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ আহ্বায়ক বলেন, ‘বিএনপি, জামায়াতসহ সবার বাকস্বাধীনতা হরণ করেছিলো ফ্যাসিবাদ শেখ হাসিনা। আইনশৃঙ্খলা ও বাজার এখনো স্বাভাবিক হয়নি। সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। যারা ষড়যন্ত্র করছেন তাদের বলতে চাই আপনাদের আপা আর ফিরবে না।’

হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, ‘আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে হবে। সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। আলেম ওলামা হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আরো সংঘবদ্ধ হবো। জুলাই ঘোষণাপত্র ১৫ জানুয়ারির মধ্যে জারি করতে হবে। জুলাই ঘোষণাপত্রের পক্ষে পাড়ায় পাড়ায় জনমত তৈরি করুন।’

বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে মার্চ ফর ইউনিটি কর্মসূচিকে কেন্দ্র করে মিছিল-স্লোগানে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার। শিক্ষার্থী ও জনতা সেখানে শেখ হাসিনাসহ জুলাই-আগস্ট গণহত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছেন।

বেলা ৩টার আগে বিগত আওয়ামী সরকারের বিভিন্ন দুর্নীতি নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর পর মঞ্চ থেকে স্লোগান শুরু হয়। বিকেল ৪টার দিকে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে একজন শহীদের বাবার বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় মূল সমাবেশ।

নিউজটি শেয়ার করুন

‘যারা ষড়যন্ত্র করছেন তাদের বলতে চাই, আপনাদের আপা আর ফিরবে না’

আপডেট সময় : ০৮:৫২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যারা ষড়যন্ত্র করছেন তাদের বলতে চাই আপনাদের আপা আর ফিরবে না। আজ (মঙ্গলবার, ৩১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে এ কথা জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ আহ্বায়ক বলেন, ‘বিএনপি, জামায়াতসহ সবার বাকস্বাধীনতা হরণ করেছিলো ফ্যাসিবাদ শেখ হাসিনা। আইনশৃঙ্খলা ও বাজার এখনো স্বাভাবিক হয়নি। সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। যারা ষড়যন্ত্র করছেন তাদের বলতে চাই আপনাদের আপা আর ফিরবে না।’

হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, ‘আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে হবে। সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। আলেম ওলামা হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আরো সংঘবদ্ধ হবো। জুলাই ঘোষণাপত্র ১৫ জানুয়ারির মধ্যে জারি করতে হবে। জুলাই ঘোষণাপত্রের পক্ষে পাড়ায় পাড়ায় জনমত তৈরি করুন।’

বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে মার্চ ফর ইউনিটি কর্মসূচিকে কেন্দ্র করে মিছিল-স্লোগানে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার। শিক্ষার্থী ও জনতা সেখানে শেখ হাসিনাসহ জুলাই-আগস্ট গণহত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছেন।

বেলা ৩টার আগে বিগত আওয়ামী সরকারের বিভিন্ন দুর্নীতি নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর পর মঞ্চ থেকে স্লোগান শুরু হয়। বিকেল ৪টার দিকে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে একজন শহীদের বাবার বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় মূল সমাবেশ।