রাতে নয় ভোট হবে দিনের আলোতে : ধর্ম উপদেষ্টা
- আপডেট সময় : ০৩:৫৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
- / ৩৫৬ বার পড়া হয়েছে
ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে দিনের আলোতে, রাতে কোনো ভোট হবে না। আজ (মঙ্গলবার, ৩১ ডিসেম্বর) সকাল ১০টায় ঝালকাঠি নেছারাবাদ ইসলামী কমপ্লেক্সে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বচন হবে দিনের আলোতে, রাতে কোনো ভোট হবে না। অন্তর্বর্তী সরকার নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করবে।’
তিনি বলেন, ‘রাষ্ট্র স্থিতিশীল, সরকার পরিবর্তনশীল। এ দেশ কোনো দলকে ইজারা দেয়া হয়নি, যে তারা নানা কৌশলে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে জোর করে চেয়ার দখল করে বসে থাকবে। এত দিন জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছিলো। সেই সুযোগ আর দেয়া হবে না।’
জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়, আমীরুল মুছলিহীন মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহিদুল হক।
অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আরো বলেন, ‘দেশে বর্তমানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে, অথচ এটা নিয়ে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র অপপ্রচার চালাচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা।’
উপদেষ্টা জানান, ইমাম মুয়াজ্জিনকে পে স্কেল দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। অন্যান্য চাকরির ন্যায় ইমাম-মুয়াজ্জিনকে সম্মানিত করা হবে। ট্রাস্টিবোর্ডের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হবে। শুধু তাদের না, অন্যান্য ধর্মাবলম্বী নির্দেশক ব্যক্তিদের জন্যও এভাবে সম্মান প্রদানের ব্যবস্থা করা হবে।