দেশের সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৯:১৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
- / ৩৯৯ বার পড়া হয়েছে

২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে দেশের সব কোচিং সেন্টারের কার্যক্রম ১ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে বলা হয়েছে, ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিচালিত সব কোচিং সেন্টার উল্লিখিত সময়ের মধ্যে বন্ধ রাখতে হবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টায় শুরু হবে। পরীক্ষা দেশের ১৯টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।
সরকারের এই পদক্ষেপ ভর্তি পরীক্ষায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।