ভারতের পশ্চিম বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা কুমার। রক্তবীজে দেবলীনার অভিনয় মুগ্ধ করেছিল বাঙালি দর্শককে। নতুন বছরে আরও এক নতুন ছবিতে দেখা যাবে তাঁকে। তথাগত মুখোপাধ্যায়ের 'রাস' ছবিতে প্রথমবার বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধছেন। ইমিমধ্যেই মুক্তি পেয়েছে সিনেমার ফার্স্ট লুক।
বছরের শেষ দিন লাইভে হাজির দেবলীনা। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেও লাইভে তাঁকে খুব একটা দেখা যায় না। কিন্তু, ২০২৪-এর শেষ দিন ভক্তদের সঙ্গে মনের কথা শেয়ার করতে চান গৌরব ঘরণী। তাই লাইভে এসেছেন অভিনেত্রী। ভিডিও-র শুরুতেই বলেন দেবলীনার স্পষ্ট স্বীকারোক্তি, লাইভে তাঁর খুব একটা আশা হয় না।
কিন্তু, সোশ্যাল মিডিয়ায় যাঁরা তাঁর ফলোয়ার্স তাঁদেরকে 'মন কি বাত' বলতেই বছরের শেষ দিনটায় লাইভ করছেন দেবলীনা কুমার। ব্যক্তিগত জীবনে তিনি কেমন চরিত্রের সেই বৈশিষ্ট্যটাই নিজের মুখে বলেছেন দেবলীনা। সবসময় হাসিখুশি থাকতে ভালবাসেন। সকলের সঙ্গে খুব সহজেই মিশে যেতে পারেন।
বন্ধুত্ব করতে পারেন। কিন্তু, মনে মনে তিনি একটু অন্যরকম। মনের কথা বেশিরভাগ সময়ই তাঁর বলে ওঠা হয় না। এমনকী কাছের মানুষকেও বলতে পারেন না। অন্তরের অনুভূতিটা নিজের মধ্যেই রেখে দেন দেবলীনা। বাস্তবে তিনি এইরকমই একজন মানুষ। মনের কথা কেন মনের মধ্যেই রাখতে চান? দেবলীনা নাকি ভয় পান। তাই নিজের অনুভূতিটা যত্ন করে আগলে রাখেন।
জীবনের সব ভাবনাতেই পজিটিভিটি রাখতে চান। নিজেকে একজন পজেটিভ মানুষ বলেই ব্যখা করেন দেবলীনা। 'না' শব্দে আপত্তি দেবলীনার। তিনি মনে করেন, যদি কারও কথার জবাবে 'না' বলেন তাহলে তাঁর জীবনেও নেতিবাচক প্রভাব পড়বে। নেগেটিভ পরিস্থিতি, নেগেটিভ মানুষদের থেকে নিজেকে দূরে রাখেন দেবলীনা।
সাধারণ মানুষের চোখে দেবলীনা একজন স্বাস্থ্য সচেতন মানুষ, জিমে যান, একজন নৃত্যশিল্পী, নাচ করেন। সেই সঙ্গে অভিনয়ও করেন সমানতালে। কিন্তু, যেটা অজানা সেটা হল, দেবলীনা একজন আধ্যাত্মিক মানুষ। ঠাকুর-দেবতায় ভক্তি রয়েছে। ২০২৪- এর শুরুতে দেবলীনা প্রতিজ্ঞা করেছিলেন পিএইচডি-র বাইরে অন্য বিষয়ে পড়াশোনা করবেন। ফোনের থেকে দূরে থাকতে চেয়েছিলেন।
কমফোর্ট জোনের বাইরে বরতে চেয়েছিলেন। সেই জন্যই ম্যারাথন করেছিলেন। জীবনটা খুবই ছোট তাই সব কিছুই জীবনে উপভোগ করতে চান দেবলীনা। এই বছর গীতা পড়ছেন এই টলিউড অভিনেত্রী। ১ জানয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বইটি শেষ করলেন দেবলীনা। জীবনে সহজভাবে বাঁচতে চান। নতুন বছরে উপনিষদ পড়বেন অভিনেত্রী। সকলের উদ্দেশে দেবলীনা একটা কথা বলতে চেয়েছেন, নেগেটিভ এনার্জিকে দূরে রেখে সহজ করে জীবনটাকে উপভোগ করুন।