ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রোস্টেট অপসারণ করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর প্রোস্টেট অপসারণ সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন তিনি সুস্থ আছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গত রোববার হাদাসাহ মেডিকেল সেন্টারের নেতানিয়াহুর অস্ত্রোপচার করা হয়। এখন তাঁকে হাসপাতালে ভূগর্ভস্থ ইউনিটে রাখা হয়েছে। কারণ তাঁর ওপর শত্রুদের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা রয়েছে।
গত কয়েক বছর ধরে একাধিক স্বস্থ্য সমস্যায় ভুগছেন বেনিয়ামিন নেতানিয়াহু। চলতি মাসের শুরুতে তিনি বলেছিলেন, অসুস্থতা সত্ত্বেও দিনে ১৮ ঘণ্টা কাজ করেন তিনি। গাজায় যুদ্ধসহ নানা চাপ তাঁর শরীরের ওপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকেরা।
৭৫ বছর বয়সী নেতানিয়াহুকে এখন অস্ত্রোপচার–পরবর্তী অবস্থায় রাখা হয়েছে। আরও বেশ কয়েকদিন তাঁকে হাসপাতালে ভর্তি থাকতে হবে।
জেরুজালেমের হাদাসাহ মেডিকেল সেন্টারের ইউরোলজি বিভাগের প্রধান ডা. ওফের গোফ্রিট রোববার রাতে এক ভিডিও বিবৃতিতে বলেন, ‘অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তাঁর ক্যান্সার বা ম্যালিগন্যান্সির কোনো আশঙ্কা নেই।’
নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এখন তাঁকে হাসপাতালের আন্ডারগ্রাউন্ড ইউনিটে রাখা হয়েছে। আগামী কয়েক দিন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন।