ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিপিএলে বিশ্বরেকর্ড, খুলনার কাছে চট্টগ্রামের হার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • / ৩৪৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১ বলে ১৫ রান, প্রতিযোগিতামূলক টি২০-তে এর আগে ১ বলে এতো রান তোলার ঘটনা ঘটেনি কোথাও। যা ঘটলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের দ্বিতীয় দিনেই। মিরপুরে খুলনা টাইগার্স পেসার ওশান টমাস ইনিংসের প্রথম বলেই খরচ করেন ১৫ রান।

এমন বিশ্বরেকর্ডের দিন অবশ্য হেরে গেছে চট্টগ্রাম কিংস। ২০৪ রান তাড়ায় নেমে প্রতিপক্ষ পেসার টমাসের কল্যাণে দারুণ শুরু পেলেও ১৬৬ রানেই গুটিয়ে যায় চট্টগ্রামের রানের চাকা। ৩৭ রানের বড় জয় পায় খুলনা।

বিশ্বরেকর্ড ছাড়াও চট্টগ্রামের ব্যাটিং ইনিংসে ঘটেছে ‘টাইমড আউটের’ আরেক ঘটনা। যদিও শুরুতে আবেদন করে পরে খেলোয়াড়সুলভ আচরণ করেন খুলনা অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সেই ঘটনায় জীবন পেলেও পরে টম ও কননেল ‘গোল্ডেন ডাক’ মারেন সেই মিরাজের বলেই।

মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে ঝড় তোলেন খুলনার টাইগাররা। যদিও নাঈম শেখ ২৬ আর মেহেদি মিরাজ থামেন ১৮ রান করে।

তবে অজি ওপেনার উইলিয়াম বোসিস্টোর অনবদ্য ৭৫ আর শেষদিকে মাহিদুল ইসলাম অঙ্কনের ২২ বলে ৫৯ রানের টর্নেডো ইনিংসে, ২০৩ রানের পাহাড়সম সংগ্রহ পায় খুলনা।

লক্ষ্য তাড়া করতে নেমে নাঈম ইসলাম, পারভেজ ইমন, অধিনায়ক মিঠুন, পাক তারকা ওসমান খান, হায়দার আলী কেউই দাঁড়াতে পারেননি।

৩৮ বলে ৭৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন শামীম পাটোয়ারী। তবু দলের হার ঠেকাতে পারেননি তিনি। ৪ উইকেট নিয়ে খুলনার জয়ের পথ সুগম করেন আবু হায়দার রনি।

নিউজটি শেয়ার করুন

বিপিএলে বিশ্বরেকর্ড, খুলনার কাছে চট্টগ্রামের হার

আপডেট সময় : ০৮:২৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

১ বলে ১৫ রান, প্রতিযোগিতামূলক টি২০-তে এর আগে ১ বলে এতো রান তোলার ঘটনা ঘটেনি কোথাও। যা ঘটলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের দ্বিতীয় দিনেই। মিরপুরে খুলনা টাইগার্স পেসার ওশান টমাস ইনিংসের প্রথম বলেই খরচ করেন ১৫ রান।

এমন বিশ্বরেকর্ডের দিন অবশ্য হেরে গেছে চট্টগ্রাম কিংস। ২০৪ রান তাড়ায় নেমে প্রতিপক্ষ পেসার টমাসের কল্যাণে দারুণ শুরু পেলেও ১৬৬ রানেই গুটিয়ে যায় চট্টগ্রামের রানের চাকা। ৩৭ রানের বড় জয় পায় খুলনা।

বিশ্বরেকর্ড ছাড়াও চট্টগ্রামের ব্যাটিং ইনিংসে ঘটেছে ‘টাইমড আউটের’ আরেক ঘটনা। যদিও শুরুতে আবেদন করে পরে খেলোয়াড়সুলভ আচরণ করেন খুলনা অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সেই ঘটনায় জীবন পেলেও পরে টম ও কননেল ‘গোল্ডেন ডাক’ মারেন সেই মিরাজের বলেই।

মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে ঝড় তোলেন খুলনার টাইগাররা। যদিও নাঈম শেখ ২৬ আর মেহেদি মিরাজ থামেন ১৮ রান করে।

তবে অজি ওপেনার উইলিয়াম বোসিস্টোর অনবদ্য ৭৫ আর শেষদিকে মাহিদুল ইসলাম অঙ্কনের ২২ বলে ৫৯ রানের টর্নেডো ইনিংসে, ২০৩ রানের পাহাড়সম সংগ্রহ পায় খুলনা।

লক্ষ্য তাড়া করতে নেমে নাঈম ইসলাম, পারভেজ ইমন, অধিনায়ক মিঠুন, পাক তারকা ওসমান খান, হায়দার আলী কেউই দাঁড়াতে পারেননি।

৩৮ বলে ৭৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন শামীম পাটোয়ারী। তবু দলের হার ঠেকাতে পারেননি তিনি। ৪ উইকেট নিয়ে খুলনার জয়ের পথ সুগম করেন আবু হায়দার রনি।