সারাবিশ্বের মতো রাজধানীতেও খ্রিষ্টীয় বর্ষবরণে প্রস্তুত রাজধানী। তবে, এবার ভিন্ন আঙ্গিকে ইংরেজি নববর্ষকে স্বাগত জানাবে দেশ। এ উপলক্ষে রাজধানীতে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ ব্যাপারে ডিএমপি কমিশনার বলেছেন, থার্টিফাস্ট নাইটে ঢাকায় আতশবাজি ও ফানুস উড়ানোর বিষয়ে কঠোর অবস্থানে পুলিশ ও পরিবেশ মন্ত্রণালয়।
এদিকে, থার্টিফাস্ট নাইট উপলক্ষে রাজধানীর অভিজাত হোটেলগুলোতে রয়েছে সীমিত আয়োজন।
বিদায় নিচ্ছে ২০২৪ সাল। নতুন বছর ২০২৫ সালকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী। দেশ-বিদেশে কত ঘটনা, হাসি-কান্না, বিষাদ ও উত্তেজনা- সবকিছুকে ছাপিয়ে স্বপ্ন আর দিনবদলের অপরিমেয় প্রত্যাশার রক্তিম আলোয় উদ্ভাসিত ইংরেজি ক্যালেন্ডারের নতুন দিন আগত।
নতুন বছরকে স্বাগত জানাতে সারাবিশ্বে নানা পরিকল্পনা থাকলেও বাংলাদেশে নেই কোনো আয়োজন। এবার ভিন্ন আঙ্গিকে পালন করা হচ্ছে খ্রিষ্টীয় বর্ষবরণ-২০২৫। এ উপলক্ষে রাজধানীর নামী দামী অভিজাত হোটেলগুলোতে রয়েছে সীমিত আয়োজন। হোটেলের লবিগুলোতে এখনো বড়দিনের ছোঁয়া লেগে আছে। নতুন বছর স্বাগতের তেমন কোনো সাজসজ্জা ও আলোকসজ্জা না করা হলেও হোটেলের পক্ষ থেকে অতিথিদের জন্য রয়েছে নানান অফারের ব্যবস্থা।
এদিকে, থার্টিফাস্ট নাইট ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ডিএমপির পক্ষ থেকে গণবিজ্ঞপ্তির মাধ্যমে ১১ দফা নির্দেশনা দেয়া হয়। বলা হয়, অনুমতি ব্যতীত উন্মুক্ত স্থানে কোন ধরনের অনুষ্ঠান, সভা-সমাবেশ, গণ-জমায়েত, নাচ, গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যালী ও শোভাযাত্রা করা যাবে না। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৩শ ফিট, গুলশান-বনানীসহ আবাসিক এলাকাতে প্রবেশ সংরক্ষিত করা হয়েছে।
ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার নাশকতারোধে পুলিশকে সহযোগিতার আহবান জানান। আর পরিবেশ অধিদপ্তর জানায় শব্দদূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
নাশকতা এড়াতে ঢাকায় অতিরিক্ত ৩ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ।