আওয়ামী লীগকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও মানুষ হত্যা করে বা না করলেও করে। যারা গদি রক্ষার জন্য নিজ দেশের মানুষ হত্যা করে, তারা রাজনৈতিক দল হতে পারে না, বরং তারা সন্ত্রাসী দল।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র শিবিরের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে চর দখলের মতো দখল করেছিল এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তাহীন করে তুলেছিল।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থা মেরামত করার জন্য ছাত্র শিবিরের প্রতি আহবান জানিয়ে জামায়াতে ইসলামী আমীর বলেন, আর কোনো নেশা, চাঁদাবাজ, অস্ত্রধারীকে শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে দেয়া যাবে না। তিনি ছাত্র শিবিরকে শিক্ষাঙ্গনে নৈতিকতা ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দায়িত্ব নিতে আহবান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা শিক্ষাঙ্গনে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করবো, যাতে প্রতিটি ছাত্র-ছাত্রী ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে পারে।