মিয়ানমার সীমান্ত এলাকা শান্ত আছে, পুরো সীমান্ত বাংলাদেশের নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে অবস্থিত বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার ও কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা জানান।
এদিন বিজিবি’র ১০২তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ শেষে আনুষ্ঠাানিক শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
পরে সাংবাদিকদের তিনি বলেন, মিয়ানমারের সাথে সীমান্তে বাংলাদেশের কোনো শংকা নেই। পরিস্থিতির আরো উন্নয়নে তাদের সাথে আলোচনা চলছে।