যুক্তরাষ্ট্রে নববর্ষ উদযাপনকালে গাড়িচাপায় নিহত ১০
- আপডেট সময় : ০৮:২৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
- / ৩৪৩ বার পড়া হয়েছে
নববর্ষ উদযাপন চলাকালে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে ভয়াবহ গাড়িচাপার ঘটনায় অন্তত ১০ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়, বুধবার নববর্ষ উদযাপনের সময় নিউ অরলিন্সের বোরবন স্ট্রিট ও একটি খালের সংযোগস্থলে এই দুর্ঘটনা ঘটে।
নিউ অরলিন্সের জরুরি প্রস্তুতি কর্মসূচি নোলা রেডি জানিয়েছে, অষ্টম ডিস্ট্রিক্টের বোরবন স্ট্রিট ও খালের সংযোগস্থলে ভিড়ের মাঝে গাড়িচাপার ঘটনায় তারা কাজ করছে। এতে অন্তত ১০ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন।
সিবিএস নিউজ জানায়, বোরবন স্ট্রিটে একটি ট্রাক প্রচণ্ড গতিতে মানুষের ভিড়ের মধ্যে তুলে দেওয়া হয়। এর পর চালক ট্রাক থেকে নেমে এলোপাতাড়ি গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়।
অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ এবং আহতদের উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
ঘটনার সঠিক সময় জানানো না হলেও এটি ফ্রেঞ্চ কোয়ার্টার নামে পরিচিত পর্যটন এলাকায় ঘটে। নববর্ষ উদযাপনে সেখানে প্রচুর মানুষের সমাগম হয়েছিল।
এমন মর্মান্তিক ঘটনা নতুন বছরের আনন্দকে শোকের ছায়ায় ঢেকে দিয়েছে।