ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আল জাজিরার সম্প্রচার স্থগিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • / ৩৫৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অধিকৃত পশ্চিমতীরে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সম্প্রচার স্থগিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। উসকানিমূলক কন্টেন্ট প্রচারের অভিযোগে সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যেই, ইসরাইলি হামলায় উপত্যকাটিতে একদিনেই প্রাণ গেছে আরো ১১ ফিলিস্তিনির। এদিকে, ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত পার্লামেন্ট থেকে পদত্যাগ করছেন।

তীব্র শীতের মধ্যে বৃষ্টি ও বন্যায় চরম বিপর্যয়ের মুখে ফিলিস্তিনের শরণার্থী শিবিরের বাসিন্দারা। সেইসঙ্গে খাদ্য ও ওষুধের সংকটে মানবিক সংকট চরমে পৌঁছেছে। ঝড়ো বাতাসে ছিন্নভিন্ন হয়ে গেছে তাদের আশ্রয়স্থলের তাঁবুগুলো। পানিতে ভাসছে বাসিন্দাদের জিনিসপত্র। শুধু তাই নয়, বন্যার পানিতে ডুবে আছে খান ইউনিসের একটি হাসপাতাল। এতে হিমশিম খাচ্ছেন রোগী ও চিকিৎসকেরা।

শরণার্থী শিবিরের এক চিকিৎসক বলেন,‘বন্যার পানিতে রোগীদের নিয়ে আমরা বিপাকে আছি। চিকিৎসা সরঞ্জাম পানিতে ডুবে নষ্ট হয়ে যাচ্ছে।’

আরেকজন বলেন,‘আমার ছেলের চিকিৎসা করতে এসেছি। হাসপাতালের এমন ভয়াবহ অবস্থায় আমরা সেবা পাচ্ছি না।’

এমন অবস্থায়ও বন্ধ নেই ইসরালি সামরিক বাহিনীর হামলা। ফিলিস্তিনে প্রাণহানি ছাড়িয়েছে সাড়ে ৪৫ হাজার। নিহতদের মধ্যে প্রায় ১১ হাজার শিশু। যাদের মধ্যে নবজাতকের সংখ্যা দুই শতাধিক। ফিলিস্তিনি পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, যুদ্ধ শুরুর পর থেকে গাজা ছেড়েছে প্রায় ১ লাখ ফিলিস্তিনি এবং নিহত ও নিখোঁজ রয়েছেন ৫৫ হাজারেরও বেশি মানুষ। গেল ১৫ মাসে ফিলিস্তিনে জনসংখ্যা কমেছে ৬ শতাংশ।

এদিকে, উসকানি ও সংঘাতপূর্ণ কন্টেন্ট সম্প্রচারের অভিযোগে অধিকৃত পশ্চিমতীরে আল জাজিরার সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি সংবাদমাধ্যমটি। তবে প্যালেস্টাইন ন্যাশনাল ইনিশিয়েটিভের মহাপরিচালক বলছেন, এটি ফিলিস্তিনিদের ভুল সিদ্ধান্ত। এর আগে ফাতাহ গোষ্ঠীও ফিলিস্তিনি ভূখণ্ডে বিভাজনের অভিযোগ এনে আল জাজিরার সম্প্রচার বন্ধের উদ্যোগ নিয়েছিল।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন। গাজা যুদ্ধের কয়েক মাস পরই মতবিরোধের জেরে গ্যালান্তকে বরখাস্ত করেছিলেন নেতানিয়াহু। যদিও পদত্যাগের কারণ স্পষ্ট করেননি গ্যালান্ত।

সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত বলেন, ‘প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে থাকাকালীন সব কাজের দায়ভার আমার একার। যুদ্ধ শুরুর পর থেকে শেষ পর্যন্ত যা যা ঘটেছে সব বিষয়ে আমার ভূমিকা ও সিদ্ধান্ত স্পষ্ট করেছি। যাবতীয় ভুল সিদ্ধান্তের জন্য আমি নিজেই দায়ী।’

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে আবারও সতর্ক করেছে ইসরাইল। জিম্মিদের মুক্তি না দিলে তারা আরও ভয়াবহ সংঘাতের মুখে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

নিউজটি শেয়ার করুন

আল জাজিরার সম্প্রচার স্থগিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ

আপডেট সময় : ০৮:৫৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

অধিকৃত পশ্চিমতীরে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সম্প্রচার স্থগিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। উসকানিমূলক কন্টেন্ট প্রচারের অভিযোগে সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যেই, ইসরাইলি হামলায় উপত্যকাটিতে একদিনেই প্রাণ গেছে আরো ১১ ফিলিস্তিনির। এদিকে, ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত পার্লামেন্ট থেকে পদত্যাগ করছেন।

তীব্র শীতের মধ্যে বৃষ্টি ও বন্যায় চরম বিপর্যয়ের মুখে ফিলিস্তিনের শরণার্থী শিবিরের বাসিন্দারা। সেইসঙ্গে খাদ্য ও ওষুধের সংকটে মানবিক সংকট চরমে পৌঁছেছে। ঝড়ো বাতাসে ছিন্নভিন্ন হয়ে গেছে তাদের আশ্রয়স্থলের তাঁবুগুলো। পানিতে ভাসছে বাসিন্দাদের জিনিসপত্র। শুধু তাই নয়, বন্যার পানিতে ডুবে আছে খান ইউনিসের একটি হাসপাতাল। এতে হিমশিম খাচ্ছেন রোগী ও চিকিৎসকেরা।

শরণার্থী শিবিরের এক চিকিৎসক বলেন,‘বন্যার পানিতে রোগীদের নিয়ে আমরা বিপাকে আছি। চিকিৎসা সরঞ্জাম পানিতে ডুবে নষ্ট হয়ে যাচ্ছে।’

আরেকজন বলেন,‘আমার ছেলের চিকিৎসা করতে এসেছি। হাসপাতালের এমন ভয়াবহ অবস্থায় আমরা সেবা পাচ্ছি না।’

এমন অবস্থায়ও বন্ধ নেই ইসরালি সামরিক বাহিনীর হামলা। ফিলিস্তিনে প্রাণহানি ছাড়িয়েছে সাড়ে ৪৫ হাজার। নিহতদের মধ্যে প্রায় ১১ হাজার শিশু। যাদের মধ্যে নবজাতকের সংখ্যা দুই শতাধিক। ফিলিস্তিনি পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, যুদ্ধ শুরুর পর থেকে গাজা ছেড়েছে প্রায় ১ লাখ ফিলিস্তিনি এবং নিহত ও নিখোঁজ রয়েছেন ৫৫ হাজারেরও বেশি মানুষ। গেল ১৫ মাসে ফিলিস্তিনে জনসংখ্যা কমেছে ৬ শতাংশ।

এদিকে, উসকানি ও সংঘাতপূর্ণ কন্টেন্ট সম্প্রচারের অভিযোগে অধিকৃত পশ্চিমতীরে আল জাজিরার সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি সংবাদমাধ্যমটি। তবে প্যালেস্টাইন ন্যাশনাল ইনিশিয়েটিভের মহাপরিচালক বলছেন, এটি ফিলিস্তিনিদের ভুল সিদ্ধান্ত। এর আগে ফাতাহ গোষ্ঠীও ফিলিস্তিনি ভূখণ্ডে বিভাজনের অভিযোগ এনে আল জাজিরার সম্প্রচার বন্ধের উদ্যোগ নিয়েছিল।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন। গাজা যুদ্ধের কয়েক মাস পরই মতবিরোধের জেরে গ্যালান্তকে বরখাস্ত করেছিলেন নেতানিয়াহু। যদিও পদত্যাগের কারণ স্পষ্ট করেননি গ্যালান্ত।

সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত বলেন, ‘প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে থাকাকালীন সব কাজের দায়ভার আমার একার। যুদ্ধ শুরুর পর থেকে শেষ পর্যন্ত যা যা ঘটেছে সব বিষয়ে আমার ভূমিকা ও সিদ্ধান্ত স্পষ্ট করেছি। যাবতীয় ভুল সিদ্ধান্তের জন্য আমি নিজেই দায়ী।’

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে আবারও সতর্ক করেছে ইসরাইল। জিম্মিদের মুক্তি না দিলে তারা আরও ভয়াবহ সংঘাতের মুখে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।