বেক্সিমকোর কাছে সোনালী ব্যাংকের পাওনা প্রায় ২ হাজার কোটি টাকা
- আপডেট সময় : ০৮:৫২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
- / ৩৫৭ বার পড়া হয়েছে
বিগত সময়ে খেলাপি যেন না হয় এজন্য প্রতি বছর ঋণের প্রায় দুটি কিস্তি বাকি রেখে আসছে বেক্সিমকো গ্রুপ। গ্রুপটির বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সোনালী ব্যাংকের পাওনা প্রায় ২ হাজার কোটি টাকা। আজ (বৃহস্পতিবার, ২ জানুয়ারি) সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ব্যাংকটি। এ সময় ২০২৪ সালের ব্যাংকের ব্যবসার সার্বিক দিক তুলে ধরা হয়।
ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, হলমার্কের মত চিহ্নিত ঋণ খেলাপিদের থেকে আদায় বাড়াতে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। আর বিগত সময়ে বেক্সিমকো প্রতি প্রান্তিকে ঋণ ঠিকমতো পরিশোধ করলেও প্রায় দুটি কিস্তি বাকি রেখে আসছে। যাতে তারা খেলাপি না হয়।
এছাড়া রাজনৈতিক অস্থিরতার বছরেও রেকর্ড ৫ হাজার ৬শ’ ৩৪ কোটি টাকা পরিচালন মুনাফা করার কথা জানায় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসি।
যা ২০২৩ সালের তুলনায় ১ হাজার ৮শ’ ৮৮ কোটি টাকা বেশি। দেশের সবচেয়ে বড় এ ব্যাংকের আমানত এখন ১ লাখ ৬৪ হাজার ৯৬০ কোটি টাকা। যার বিপরীতে ঋণ মাত্র ৯৯ হাজার ১৮০ কোটি টাকা।
সংকটের মধ্যেও ব্যাংক খেলাপি ঋণ আদায় হয়েছে ১৭৭০ কোটি টাকা। যেখানে সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটির খেলাপি ঋণ ১৬ হাজার কোটি টাকা। আর গত বছর কেবল রেমিট্যান্স থেকে আয় ১০২৪ কোটি টাকা।