মিরপুরে টিকিট কাউন্টারে অগ্নিসংযোগ, গেট ভেঙে স্টেডিয়ামে দর্শক
- আপডেট সময় : ০১:৪২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
- / ৩৫২ বার পড়া হয়েছে
মাঠের খেলা ও আয়োজন দিয়ে এবারের বিপিএল দর্শকদের মন জয় করতে পারলেও টিকিট ব্যবস্থাপনায় হযবরল টুর্নামেন্ট শুরুর আগে থেকেই। আসরের উদ্বোধনী খেলার দিনে টিকিট সংকটে ক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে ভাঙচুরও চালিয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনী সেবার পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল।
তবুও টনক নড়েনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ফের টিকিট কাণ্ডে অগ্নিগর্ভ মিরপুরের হোম অব ক্রিকেট। সেই সঙ্গে আবারও ভাঙচুরের ঘটনা ঘটল।
একদিন বিরতি দিয়ে বৃহস্পতিবার (২ জানুয়ারি) আবারও মাঠে ফিরছে বিপিএল। দিনের প্রথম খেলা শুরুর আগেই টিকিট কাউন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনাটি ঘটে।
সরেজমিনে জানা গেছে, সকাল থেকে টিকিটের জন্য আগে থেকে নির্ধারিত মিরপুরের সুইমিং কমপ্লেক্সে অপেক্ষা করছিলেন দর্শকরা। অনলাইনের পাশাপাশি সেখানেই বুথে টিকিটের ব্যবস্থা রেখেছিল বিসিবি। তবে সাড়ে এগারোটা নাগাদ বাঁশের বেড়া ধাক্কাতে থাকেন দর্শকরা।
পরে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বুথে ভাঙচুর চালান দর্শকরা। এক পর্যায়ে সেখানে আগুন দেয় বিক্ষুব্ধরা। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস। এরপর জায়গাটির নিয়ন্ত্রণে নেয় আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।
প্রত্যক্ষদর্শী একজন জানান, শুরুর দিকে সবাই টিকিটের জন্যই লাইনে দাঁড়িয়েছিল। কিন্তু পরে যখন শুনতে পারে টিকিট সেখানে নেই তখন দর্শকরা ক্ষিপ্ত হয়ে ওঠে।
প্রসঙ্গত, এবারের বিপিএলের টিকিট অনলাইন থেকেই কেনা যাচ্ছে। এ ছাড়া মধুমতি ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকেও সংগ্রহ করা যাচ্ছে টিকিট। তবে গত ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে থাকায় বুথ থেকে টিকিট ক্রয়ের ব্যবস্থা রেখেছিল বিসিবি।