ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আমেরিকার একাধিক সিনেমা, বই, গান থেকে উঠে যাচ্ছে কপিরাইট

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • / ৩৪৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরেই দীর্ঘ ৯৫ বছর একাধিক কালজয়ী সিনেমা, বই, গান, ইত্যাদির থেকে আমেরিকার কপিরাইট উঠে যাচ্ছে। তালিকায় আছে কী কী? শুধুই কি তাই ১৯২৪ সালের সাউন্ড রেকর্ডিংয়ের উপর থেকেও উঠে যাচ্ছে সমস্ত কপিরাইট। এবার এগুলো পাবলিক ডোমেনে চলে আসবে। অর্থাৎ এবার এগুলোকে যে কেউ যেমন ইচ্ছে ব্যবহার করতে পারবেন। কপি থেকে শুরু করে শেয়ার, নতুন করে তৈরি, অ্যাডাপটেশন সবই করা যাবে।

প্রতি বছর ডিসেম্বর মাসে দ্য সেন্টার ফর দ্য স্টাডি অব পাবলিক ডোমেন একটি তালিকা প্রকাশ করে। সেখানেই থাকে যে নতুন বছরে কোন কোন কাজগুলো তাদের উপর থাকা কপিরাইট হারাচ্ছে। এরপর এই সেন্টার যেটা কিনা আমেরিকার নর্থ ক্যারোলিনায় অবস্থিত ডিউক ইউনিভার্সিটি অব ল এর অংশ সেটার মাধ্যমে ওয়েবসাইটে প্রকাশ করে।

১৯২৯ সালে প্রথমবারের জন্য বেলজিয়ান নিউজপেপারে আত্মপ্রকাশ করেছিল টিনটিন। সেটাও কপিরাইট ফ্রি হয়ে যাচ্ছে। এই কমিক চরিত্র তৈরি করেছিলেন এলজি ক্রিসলার সেগার।

এর আগে মিকি মাউজ, উইনি দ্য পু, শার্লক হোমস সহ একাধিক কাজ কপিরাইট ফ্রি হয়েছে। এই বছর পোপাই, টিনটিন সহ মিকি মাউজের একাধিক ভাগ কপিরাইট ফ্রি হয়ে যাচ্ছে যেগুলো ১৯২৯ সালে তৈরি হয়েছে। ৯৫ বছর পর এগুলো কপিরাইট ফ্রি হয়ে যায়।

এছাড়াও দ্য সাউন্ড অ্যান্ড দ্য ফারি, এ ফেয়ারওয়েল টু আর্মস, এ রুম অব ওয়ান্স ওন, সহর মতো একাধিক কালজয়ী উপন্যাস ১ জানুয়ারি ২০২৫ সাল থেকে পাবলিক ডোমেনে চলে আসছে। ব্ল্যাকমেল, দ্য ব্ল্যাক উইচের মতো ছবির উপর থেকেও এই বছর কপিরাইট উঠে যাচ্ছে।

১৯২৯ সালে তৈরি হওয়া বলেরো, অ্যান আমেরিকান ইন প্যারিসের মতো গানও কপিরাইট ফ্রি হয়ে যাচ্ছে। এগুলো ১৯২৪ সালে বানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আমেরিকার একাধিক সিনেমা, বই, গান থেকে উঠে যাচ্ছে কপিরাইট

আপডেট সময় : ১২:৪৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

চলতি বছরেই দীর্ঘ ৯৫ বছর একাধিক কালজয়ী সিনেমা, বই, গান, ইত্যাদির থেকে আমেরিকার কপিরাইট উঠে যাচ্ছে। তালিকায় আছে কী কী? শুধুই কি তাই ১৯২৪ সালের সাউন্ড রেকর্ডিংয়ের উপর থেকেও উঠে যাচ্ছে সমস্ত কপিরাইট। এবার এগুলো পাবলিক ডোমেনে চলে আসবে। অর্থাৎ এবার এগুলোকে যে কেউ যেমন ইচ্ছে ব্যবহার করতে পারবেন। কপি থেকে শুরু করে শেয়ার, নতুন করে তৈরি, অ্যাডাপটেশন সবই করা যাবে।

প্রতি বছর ডিসেম্বর মাসে দ্য সেন্টার ফর দ্য স্টাডি অব পাবলিক ডোমেন একটি তালিকা প্রকাশ করে। সেখানেই থাকে যে নতুন বছরে কোন কোন কাজগুলো তাদের উপর থাকা কপিরাইট হারাচ্ছে। এরপর এই সেন্টার যেটা কিনা আমেরিকার নর্থ ক্যারোলিনায় অবস্থিত ডিউক ইউনিভার্সিটি অব ল এর অংশ সেটার মাধ্যমে ওয়েবসাইটে প্রকাশ করে।

১৯২৯ সালে প্রথমবারের জন্য বেলজিয়ান নিউজপেপারে আত্মপ্রকাশ করেছিল টিনটিন। সেটাও কপিরাইট ফ্রি হয়ে যাচ্ছে। এই কমিক চরিত্র তৈরি করেছিলেন এলজি ক্রিসলার সেগার।

এর আগে মিকি মাউজ, উইনি দ্য পু, শার্লক হোমস সহ একাধিক কাজ কপিরাইট ফ্রি হয়েছে। এই বছর পোপাই, টিনটিন সহ মিকি মাউজের একাধিক ভাগ কপিরাইট ফ্রি হয়ে যাচ্ছে যেগুলো ১৯২৯ সালে তৈরি হয়েছে। ৯৫ বছর পর এগুলো কপিরাইট ফ্রি হয়ে যায়।

এছাড়াও দ্য সাউন্ড অ্যান্ড দ্য ফারি, এ ফেয়ারওয়েল টু আর্মস, এ রুম অব ওয়ান্স ওন, সহর মতো একাধিক কালজয়ী উপন্যাস ১ জানুয়ারি ২০২৫ সাল থেকে পাবলিক ডোমেনে চলে আসছে। ব্ল্যাকমেল, দ্য ব্ল্যাক উইচের মতো ছবির উপর থেকেও এই বছর কপিরাইট উঠে যাচ্ছে।

১৯২৯ সালে তৈরি হওয়া বলেরো, অ্যান আমেরিকান ইন প্যারিসের মতো গানও কপিরাইট ফ্রি হয়ে যাচ্ছে। এগুলো ১৯২৪ সালে বানানো হয়েছে।