ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আলিয়ার বিয়ের খরচ জোগাতে কী করেছিলেন অনুরাগ?

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • / ৩৪৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ কন্যা আলিয়ার বিয়ে হয় গত বছরের ১১ ডিসেম্বর। মহাসমারোহে মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অনুরাগ। প্রায় ৫ দিনব্যাপী এই অনুষ্ঠানের খরচ ছিল প্রায় এটি সিনেমার বাজেটের সমান। সম্প্রতি মেয়ের বিয়ের খরচের প্রসঙ্গে খোলামেলা আলোচনা করলেন অনুরাগ।

হলিউড রিপোর্টার ইন্ডিয়ার সঙ্গে কথোপকথন চলাকালীন ২০২৫ সালের পরিকল্পনা সম্পর্কে বলতে গিয়ে অনুরাগ বলেন, আগামী বছর কোনও সিনেমা তৈরি করার কথা চিন্তা করছি না। আমি আপাতত কিছুদিন বিশ্রাম করব। ২০২৪ সালে পরিচালক এবং অভিনেতা হিসেবে যথেষ্ট পরিশ্রম হয়েছে। মেয়ের বিয়ের চিন্তা মাথায় ছিল। মেয়ের বিয়ে হয়ে গেছে। আপাতত আমি কিছুদিন ছুটি কাটাব। নিজেকে সময় দেব।

অনুরাগ আরও বলেন, অভিনেতা হিসেবে কাজ করার পরিশ্রম অনেক বেশি। গতবছর মহারাজা সিনেমায় অভিনয় করতে গিয়েই বুঝেছিলাম। তবে এই সবকিছু শুধু মেয়ের জন্য। মেয়ের বিয়েতে যাতে কোন খামতি না থাকে, তার জন্যই এত পরিশ্রম করা। তবে এবার শুধুই নিজেকে সময় দেওয়ার পালা।

প্রসঙ্গত, ৫ দিনব্যাপী বিয়ের অনুষ্ঠানে প্রত্যেক দিন নতুন নতুন সাজে সেজেছিলেন আলিয়া। প্রত্যেকটি ছবিতে আলিয়াকে দেখতে লাগছিল অসাধারণ। বিশেষভাবে নজর কেড়েছিলেন কল্কি এবং খুশি কাপুর। প্রিয় বন্ধুর বিয়েতে প্রত্যেকদিন বন্ধুর পাশে ছিলেন খুশি। সৎ মেয়েকে মন ভরে আশীর্বাদ দিতে বিয়েতে উপস্থিত ছিলেন কল্কি কোয়েচলিন।

অনুরাগ একজন ভালো পরিচালক হওয়ার পাশাপাশি যে একজন ভালো অভিনেতাও, তা মহারাজা সিনেমাটি দেখলেই বোঝা যায়। তবে হিন্দি চলচ্চিত্রের বর্তমান অবস্থা দেখে ভীষণভাবে হতাশ অনুরাগ। পুরনো একটি সাক্ষাৎকারে অনুরাগ বলেছিলেন, এখন সিনেমা মানেই অর্থ উপার্জন করার ব্যবসা। অভিনেতাকে শিল্পী হিসেবে নয় বরং তারকা হিসেবে তৈরি করা হচ্ছে। এর ফলে একজন শিল্পীর শিল্পসত্তা নষ্ট হয়ে যাচ্ছে, যা একেবারেই অনুচিত।

নিউজটি শেয়ার করুন

আলিয়ার বিয়ের খরচ জোগাতে কী করেছিলেন অনুরাগ?

আপডেট সময় : ১২:৩০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ কন্যা আলিয়ার বিয়ে হয় গত বছরের ১১ ডিসেম্বর। মহাসমারোহে মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অনুরাগ। প্রায় ৫ দিনব্যাপী এই অনুষ্ঠানের খরচ ছিল প্রায় এটি সিনেমার বাজেটের সমান। সম্প্রতি মেয়ের বিয়ের খরচের প্রসঙ্গে খোলামেলা আলোচনা করলেন অনুরাগ।

হলিউড রিপোর্টার ইন্ডিয়ার সঙ্গে কথোপকথন চলাকালীন ২০২৫ সালের পরিকল্পনা সম্পর্কে বলতে গিয়ে অনুরাগ বলেন, আগামী বছর কোনও সিনেমা তৈরি করার কথা চিন্তা করছি না। আমি আপাতত কিছুদিন বিশ্রাম করব। ২০২৪ সালে পরিচালক এবং অভিনেতা হিসেবে যথেষ্ট পরিশ্রম হয়েছে। মেয়ের বিয়ের চিন্তা মাথায় ছিল। মেয়ের বিয়ে হয়ে গেছে। আপাতত আমি কিছুদিন ছুটি কাটাব। নিজেকে সময় দেব।

অনুরাগ আরও বলেন, অভিনেতা হিসেবে কাজ করার পরিশ্রম অনেক বেশি। গতবছর মহারাজা সিনেমায় অভিনয় করতে গিয়েই বুঝেছিলাম। তবে এই সবকিছু শুধু মেয়ের জন্য। মেয়ের বিয়েতে যাতে কোন খামতি না থাকে, তার জন্যই এত পরিশ্রম করা। তবে এবার শুধুই নিজেকে সময় দেওয়ার পালা।

প্রসঙ্গত, ৫ দিনব্যাপী বিয়ের অনুষ্ঠানে প্রত্যেক দিন নতুন নতুন সাজে সেজেছিলেন আলিয়া। প্রত্যেকটি ছবিতে আলিয়াকে দেখতে লাগছিল অসাধারণ। বিশেষভাবে নজর কেড়েছিলেন কল্কি এবং খুশি কাপুর। প্রিয় বন্ধুর বিয়েতে প্রত্যেকদিন বন্ধুর পাশে ছিলেন খুশি। সৎ মেয়েকে মন ভরে আশীর্বাদ দিতে বিয়েতে উপস্থিত ছিলেন কল্কি কোয়েচলিন।

অনুরাগ একজন ভালো পরিচালক হওয়ার পাশাপাশি যে একজন ভালো অভিনেতাও, তা মহারাজা সিনেমাটি দেখলেই বোঝা যায়। তবে হিন্দি চলচ্চিত্রের বর্তমান অবস্থা দেখে ভীষণভাবে হতাশ অনুরাগ। পুরনো একটি সাক্ষাৎকারে অনুরাগ বলেছিলেন, এখন সিনেমা মানেই অর্থ উপার্জন করার ব্যবসা। অভিনেতাকে শিল্পী হিসেবে নয় বরং তারকা হিসেবে তৈরি করা হচ্ছে। এর ফলে একজন শিল্পীর শিল্পসত্তা নষ্ট হয়ে যাচ্ছে, যা একেবারেই অনুচিত।