ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

টলমল পায়ে বের হতেই ট্রোলের মুখে শাহরুখ পুত্র আরিয়ান

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • / ৩৪৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

থার্টিফাস্ট নাইট, পার্টি তো বানতা হি হ্যায় ভাই! ২০২৪-এর শেষ, এবার ২০২৫কে বরণ করে নেওয়ার পালা। বর্ষবরণের রাতে পার্টিতে মজলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। মঙ্গলবার রাতে বছরের শেষদিনে নেশায় চুর হয়ে টলমল পায়ে পার্টি থেকে বের হতে দেখা গেল আরিয়ানকে। কিং খান পুত্র বলে কথা, স্বভাবতই সেই অবস্থাতেই লেন্সবন্দি হলেন তিনি।

পার্টিতে আরিয়ানকে এদিন কালো প্যান্ট, সাদা শার্ট আর নীল জ্যাকেটে দেখা গেল। কিন্তু কোথায়, কাদের সঙ্গে পার্টি করছিলেন শাহরুখ পুত্র?

মুম্বইতেই আয়োজিত হয়েছিল এই থার্টিফাস্ট নাইট পার্টি। আয়োজন করেছিল আরিয়ানের পোশাক ব্র্যান্ড ‘ডি’ইয়াভল এক্স’। বন্ধুবান্ধবের সঙ্গেই পার্টি করছিলেন আরিয়ান। আর আরিয়ানের এই পার্টির অন্যতম আকর্ষণ ছিল তাঁর ব্রাজিলিয়ান বান্ধবী লারিসা বনেসি। সোশ্যাল মিডিয়ায় উঠে আসা বেশকিছু ভিডিওতে লেন্সবন্দি হন আরিয়ান ও লারিসা।

এদিকে সোশ্যাল মিডিয়ায় নেশায় চুর আরিয়ান খানের ভিডিও উঠে আসতেই কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ আবার ২০২১-এর মাদককাণ্ডের কথা মনে করিয়ে দিয়েছেন। একজন লিখেছেন, ‘ছোট্ট মদ্যপ এসআরকে’, কারোর মন্তব্য ‘এতো শোধরাবে না’, কারোর মন্তব্য, ‘এতো দেখি হাঁটারও ক্ষমতা নেই।’ কারোর কথায়, ‘সকলে উনি নিজেই এই ভিডিও দেখে অপ্রস্তুত হবেন’। কারোর মন্তব্য, ‘শাহরুখ স্যারের জন্য খারাপ লাগছে…।’

যদিও আবার অনেকেই আরিয়ানের সমর্থনেও সুর চড়িয়েছেন। কেউ কেউ বলেছেন, ‘সব জায়গায় ক্যামেরা চলে যায়, এদের একা ছেড়ে দিন।’ কারোর মন্তব্য, ‘এবার দেখছি টয়লেটেও ক্যামেরা পৌঁছে যাবে।

এদিকে কাজের ক্ষেত্রে ইতিমধ্যে পরিচালক হিসাবে বলিউডে পা রাখতে চলেছেন শাহরুখ পুত্র আরিয়ান। নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে শাহরুখ পুত্র আরিয়ানের পরিচালনায় তৈরি প্রথম ওয়েব সিরিজ। যার প্রযোজনা করেছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। এদিকে আবার বলিউডি কেরিয়ারের আগে ব্যবসায়ী হিসাবে আগেই আত্মপ্রকাশ করেছেন তিনি। তাঁর পোশাক ব্র্যান্ড ‘ডি’ইয়াভল এক্স’। যদিও শাহরুখ পুত্রের এই ব্র্যান্ডের পোশাকের দাম অগ্নিমূল্য।

২০২১এ মাদকচক্র নাম জড়িয়েছিল আরিয়ানের। প্রায় ২৬ দিন জেলেও কাটাতে হয়েছিল শাহরুখ পুত্রকে। তবে পরে আরিয়ান খানকে ক্লিনচিট দেয় নারকোটিক্স কন্ট্র্রোল ব্যুরো।

নিউজটি শেয়ার করুন

টলমল পায়ে বের হতেই ট্রোলের মুখে শাহরুখ পুত্র আরিয়ান

আপডেট সময় : ১২:৪৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

থার্টিফাস্ট নাইট, পার্টি তো বানতা হি হ্যায় ভাই! ২০২৪-এর শেষ, এবার ২০২৫কে বরণ করে নেওয়ার পালা। বর্ষবরণের রাতে পার্টিতে মজলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। মঙ্গলবার রাতে বছরের শেষদিনে নেশায় চুর হয়ে টলমল পায়ে পার্টি থেকে বের হতে দেখা গেল আরিয়ানকে। কিং খান পুত্র বলে কথা, স্বভাবতই সেই অবস্থাতেই লেন্সবন্দি হলেন তিনি।

পার্টিতে আরিয়ানকে এদিন কালো প্যান্ট, সাদা শার্ট আর নীল জ্যাকেটে দেখা গেল। কিন্তু কোথায়, কাদের সঙ্গে পার্টি করছিলেন শাহরুখ পুত্র?

মুম্বইতেই আয়োজিত হয়েছিল এই থার্টিফাস্ট নাইট পার্টি। আয়োজন করেছিল আরিয়ানের পোশাক ব্র্যান্ড ‘ডি’ইয়াভল এক্স’। বন্ধুবান্ধবের সঙ্গেই পার্টি করছিলেন আরিয়ান। আর আরিয়ানের এই পার্টির অন্যতম আকর্ষণ ছিল তাঁর ব্রাজিলিয়ান বান্ধবী লারিসা বনেসি। সোশ্যাল মিডিয়ায় উঠে আসা বেশকিছু ভিডিওতে লেন্সবন্দি হন আরিয়ান ও লারিসা।

এদিকে সোশ্যাল মিডিয়ায় নেশায় চুর আরিয়ান খানের ভিডিও উঠে আসতেই কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ আবার ২০২১-এর মাদককাণ্ডের কথা মনে করিয়ে দিয়েছেন। একজন লিখেছেন, ‘ছোট্ট মদ্যপ এসআরকে’, কারোর মন্তব্য ‘এতো শোধরাবে না’, কারোর মন্তব্য, ‘এতো দেখি হাঁটারও ক্ষমতা নেই।’ কারোর কথায়, ‘সকলে উনি নিজেই এই ভিডিও দেখে অপ্রস্তুত হবেন’। কারোর মন্তব্য, ‘শাহরুখ স্যারের জন্য খারাপ লাগছে…।’

যদিও আবার অনেকেই আরিয়ানের সমর্থনেও সুর চড়িয়েছেন। কেউ কেউ বলেছেন, ‘সব জায়গায় ক্যামেরা চলে যায়, এদের একা ছেড়ে দিন।’ কারোর মন্তব্য, ‘এবার দেখছি টয়লেটেও ক্যামেরা পৌঁছে যাবে।

এদিকে কাজের ক্ষেত্রে ইতিমধ্যে পরিচালক হিসাবে বলিউডে পা রাখতে চলেছেন শাহরুখ পুত্র আরিয়ান। নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে শাহরুখ পুত্র আরিয়ানের পরিচালনায় তৈরি প্রথম ওয়েব সিরিজ। যার প্রযোজনা করেছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। এদিকে আবার বলিউডি কেরিয়ারের আগে ব্যবসায়ী হিসাবে আগেই আত্মপ্রকাশ করেছেন তিনি। তাঁর পোশাক ব্র্যান্ড ‘ডি’ইয়াভল এক্স’। যদিও শাহরুখ পুত্রের এই ব্র্যান্ডের পোশাকের দাম অগ্নিমূল্য।

২০২১এ মাদকচক্র নাম জড়িয়েছিল আরিয়ানের। প্রায় ২৬ দিন জেলেও কাটাতে হয়েছিল শাহরুখ পুত্রকে। তবে পরে আরিয়ান খানকে ক্লিনচিট দেয় নারকোটিক্স কন্ট্র্রোল ব্যুরো।