ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ট্রাম্প হোটেলের সামনে টেসলার সাইবারট্রাকে বিস্ফোরণ, নিহত ১

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • / ৩৪৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বছরের প্রথম দিনই এক ‘অশনি সংকেত’ পেলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার লাস ভেগাসে তাঁর ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে একটি টেসলা কোম্পানির সাইবারট্রাকে বিস্ফোরণ হয়েছে। বুধবারের এ বিস্ফোরণে একজন নিহত ও ৭ জন আহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই সাইবারট্রাকে ‘বাজি’ থাকতে পারে। কোনোভাবে গাড়িটিতে আগুন ধরে গেলে সেই বাজি থেকে বিস্ফোরণ হয়। এ ঘটনায় এরই মধ্যে তদন্ত শুরু করেছে এফবিআই। বলা হচ্ছে, এটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড।

আগামী ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে এমন ঘটনা বেশ উদ্বেগের। লাস ভেগাসে অবস্থিত এই দ্য ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল তাঁর প্রতিষ্ঠান ট্রাম্প অরগানাইজেশনের একটি অংশ। আর এর সামনে বিস্ফোরণ হওয়া গাড়িটি ট্রাম্পের প্রচারে মুখ্য ভূমিকা পালন করা ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলার।

প্রাথমিকভাবে এই নিয়ে কিছু বলতে চাননি এফবিআই স্পেশাল এজেন্ট জেরেমি শোয়ার্টজ। এদিকে ঘটনার পরপরই টেসলার মালিক ইলন মাস্ক জানিয়েছেন, টেসলার সিনিয়র ম্যানেজমেন্ট এই ঘটনা খতিয়ে দেখছে। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘আমরা এর আগে কখনো এমন কিছু দেখিনি। এটা একটা সন্ত্রাসবাদী হামলার চেষ্টা ছিল। এবং সেই বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে।’

এফবিআই বলছে, তারা গাড়ির চালককে শনাক্ত করতে পেরেছে। ওই লোক কলোরাডো থেকে এটি ভাড়া করেছেন।

লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে বর্ষবরণ অনুষ্ঠানে হামলার ঘটনার কয়েক ঘণ্টা পরেই এই বিস্ফোরণ হলো। ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। অন্তত ৩৫ জন আহত হয়েছে।

নিউ অরলিন্সের বুরবোন স্ট্রিটে স্থানীয় সময় গতকাল বুধবার ভোরে বর্ষবরণ উদযাপনের সময় ভিড়ের মধ্যে একজন চালক একটি পিকআপ ট্রাক তুলে দেয়। সন্দেহভাজন হামলাকারীর কাছে জঙ্গিগোষ্ঠী আইএসের পতাকা ছিল।

কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই হামলায় ব্যবহৃত গাড়িতে আইএসের পতাকা পাওয়ার কথা জানিয়েছে। এফবিআই এটিকে ‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ড’ উল্লেখ করে তদন্ত করছে।

নিউজটি শেয়ার করুন

ট্রাম্প হোটেলের সামনে টেসলার সাইবারট্রাকে বিস্ফোরণ, নিহত ১

আপডেট সময় : ০১:৪৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

বছরের প্রথম দিনই এক ‘অশনি সংকেত’ পেলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার লাস ভেগাসে তাঁর ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে একটি টেসলা কোম্পানির সাইবারট্রাকে বিস্ফোরণ হয়েছে। বুধবারের এ বিস্ফোরণে একজন নিহত ও ৭ জন আহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই সাইবারট্রাকে ‘বাজি’ থাকতে পারে। কোনোভাবে গাড়িটিতে আগুন ধরে গেলে সেই বাজি থেকে বিস্ফোরণ হয়। এ ঘটনায় এরই মধ্যে তদন্ত শুরু করেছে এফবিআই। বলা হচ্ছে, এটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড।

আগামী ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে এমন ঘটনা বেশ উদ্বেগের। লাস ভেগাসে অবস্থিত এই দ্য ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল তাঁর প্রতিষ্ঠান ট্রাম্প অরগানাইজেশনের একটি অংশ। আর এর সামনে বিস্ফোরণ হওয়া গাড়িটি ট্রাম্পের প্রচারে মুখ্য ভূমিকা পালন করা ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলার।

প্রাথমিকভাবে এই নিয়ে কিছু বলতে চাননি এফবিআই স্পেশাল এজেন্ট জেরেমি শোয়ার্টজ। এদিকে ঘটনার পরপরই টেসলার মালিক ইলন মাস্ক জানিয়েছেন, টেসলার সিনিয়র ম্যানেজমেন্ট এই ঘটনা খতিয়ে দেখছে। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘আমরা এর আগে কখনো এমন কিছু দেখিনি। এটা একটা সন্ত্রাসবাদী হামলার চেষ্টা ছিল। এবং সেই বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে।’

এফবিআই বলছে, তারা গাড়ির চালককে শনাক্ত করতে পেরেছে। ওই লোক কলোরাডো থেকে এটি ভাড়া করেছেন।

লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে বর্ষবরণ অনুষ্ঠানে হামলার ঘটনার কয়েক ঘণ্টা পরেই এই বিস্ফোরণ হলো। ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। অন্তত ৩৫ জন আহত হয়েছে।

নিউ অরলিন্সের বুরবোন স্ট্রিটে স্থানীয় সময় গতকাল বুধবার ভোরে বর্ষবরণ উদযাপনের সময় ভিড়ের মধ্যে একজন চালক একটি পিকআপ ট্রাক তুলে দেয়। সন্দেহভাজন হামলাকারীর কাছে জঙ্গিগোষ্ঠী আইএসের পতাকা ছিল।

কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই হামলায় ব্যবহৃত গাড়িতে আইএসের পতাকা পাওয়ার কথা জানিয়েছে। এফবিআই এটিকে ‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ড’ উল্লেখ করে তদন্ত করছে।