ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নজরকাড়া পোশাক, মঞ্চ মাতিয়ে দিলেন নোরা ফতেহি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • / ৩৪৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করণ অউজলার সঙ্গে মঞ্চে যেন আগুন ঝরালেন নোরা ফতেহি! লাল পোশাকে নোরার ঝলক দেখে মুগ্ধ ভক্তরা। নোরা ফতেহি ইনস্টাগ্রামে তাঁর ৭টি ছবি শেয়ার করেছেন, যেখানে তাঁকে মঞ্চে গায়ক করণ অউজলার সঙ্গে পারফর্ম করতে দেখা যাচ্ছে।

ছবির ক্যাপশনে নোরা লিখেছেন, মঞ্চের সঙ্গে সম্পর্কে আছি। ২০২৫ সালে আরও বেশি স্টেজ শো এবং বিশ্বজুড়ে আমার ভক্তদের সঙ্গে আরও বেশি যুক্ত হওয়ার সুযোগ আসবে। আমি আর অপেক্ষা করতে পারছি না।

ছবিতে নোরাকে লাল রঙের প্যান্ট এবং কালো রঙের ক্রপ টপে দেখা যাচ্ছে। তিনি মঞ্চে একদম মজা করে পারফর্ম করছেন।

নোরার ছবি দেখে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা কমেন্ট বক্সে আগুনের ইমোজি শেয়ার করে তাকে হট বলেছেন। একজন ইন্টারনেট ব্যবহারকারী কমেন্ট বক্সে লিখেছেন, হায় গরমি। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর মন্তব্য, রেড কুইন। একজন মজা করে লিখেছেন, মাদারী আর বানরের জুটি।

নোরা ফতেহির এই ছবিগুলি নতুন নয়, বরং কিছুদিন আগের, যখন ১৭ ডিসেম্বর ২০২৪ সালে তিনি দিল্লিতে করণ অউজলার লাইভ কনসার্টে পারফর্ম করেছিলেন।

নোরা ফতেহি এর আগেও এই কনসার্টের ছবি শেয়ার করেছিলেন। ১৯ ডিসেম্বর কিছু ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, ডিভার মতো এন্ট্রি নিয়েছি এবং রকস্টারের মতো শেষ করেছি।

৩২ বছর বয়সি নোরা একজন কানাডিয়ান নৃত্যশিল্পী এবং ২০১৪ সাল থেকে ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী এবং আইটেম গার্ল হিসেবে কাজ করছেন। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘রোর: টাইগার্স অফ দ্য সুন্দরবনস’ ছবির মাধ্যমে তিনি অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন।

‘বাহুবলী: দ্য বিগিনিং’ ছবির ‘মনোহরী’ গানে নোরা ফতেহিকে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছিল। পরবর্তীতে তিনি ‘রকি হ্যান্ডসাম’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’, ‘স্ট্রিট ড্যান্সার ৩ডি’, ‘সত্যমেব জয়তে ২’ এবং ‘মাদগাঁও এক্সপ্রেস’ এর মতো ছবিতে অভিনয় করেছেন।

নোরা ফতেহির আসন্ন ছবির কথা বললে তাকে কন্নড় ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এ দেখা যাবে। বর্তমানে এই ছবিটি প্রযোজনার পর্যায়ে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

নজরকাড়া পোশাক, মঞ্চ মাতিয়ে দিলেন নোরা ফতেহি

আপডেট সময় : ১২:৩৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

করণ অউজলার সঙ্গে মঞ্চে যেন আগুন ঝরালেন নোরা ফতেহি! লাল পোশাকে নোরার ঝলক দেখে মুগ্ধ ভক্তরা। নোরা ফতেহি ইনস্টাগ্রামে তাঁর ৭টি ছবি শেয়ার করেছেন, যেখানে তাঁকে মঞ্চে গায়ক করণ অউজলার সঙ্গে পারফর্ম করতে দেখা যাচ্ছে।

ছবির ক্যাপশনে নোরা লিখেছেন, মঞ্চের সঙ্গে সম্পর্কে আছি। ২০২৫ সালে আরও বেশি স্টেজ শো এবং বিশ্বজুড়ে আমার ভক্তদের সঙ্গে আরও বেশি যুক্ত হওয়ার সুযোগ আসবে। আমি আর অপেক্ষা করতে পারছি না।

ছবিতে নোরাকে লাল রঙের প্যান্ট এবং কালো রঙের ক্রপ টপে দেখা যাচ্ছে। তিনি মঞ্চে একদম মজা করে পারফর্ম করছেন।

নোরার ছবি দেখে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা কমেন্ট বক্সে আগুনের ইমোজি শেয়ার করে তাকে হট বলেছেন। একজন ইন্টারনেট ব্যবহারকারী কমেন্ট বক্সে লিখেছেন, হায় গরমি। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর মন্তব্য, রেড কুইন। একজন মজা করে লিখেছেন, মাদারী আর বানরের জুটি।

নোরা ফতেহির এই ছবিগুলি নতুন নয়, বরং কিছুদিন আগের, যখন ১৭ ডিসেম্বর ২০২৪ সালে তিনি দিল্লিতে করণ অউজলার লাইভ কনসার্টে পারফর্ম করেছিলেন।

নোরা ফতেহি এর আগেও এই কনসার্টের ছবি শেয়ার করেছিলেন। ১৯ ডিসেম্বর কিছু ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, ডিভার মতো এন্ট্রি নিয়েছি এবং রকস্টারের মতো শেষ করেছি।

৩২ বছর বয়সি নোরা একজন কানাডিয়ান নৃত্যশিল্পী এবং ২০১৪ সাল থেকে ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী এবং আইটেম গার্ল হিসেবে কাজ করছেন। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘রোর: টাইগার্স অফ দ্য সুন্দরবনস’ ছবির মাধ্যমে তিনি অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন।

‘বাহুবলী: দ্য বিগিনিং’ ছবির ‘মনোহরী’ গানে নোরা ফতেহিকে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছিল। পরবর্তীতে তিনি ‘রকি হ্যান্ডসাম’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’, ‘স্ট্রিট ড্যান্সার ৩ডি’, ‘সত্যমেব জয়তে ২’ এবং ‘মাদগাঁও এক্সপ্রেস’ এর মতো ছবিতে অভিনয় করেছেন।

নোরা ফতেহির আসন্ন ছবির কথা বললে তাকে কন্নড় ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এ দেখা যাবে। বর্তমানে এই ছবিটি প্রযোজনার পর্যায়ে রয়েছে।