পার্লামেন্ট থেকে পদত্যাগ করছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, স্থানীয় সময় বুধবার এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।
বিবৃতিতে গ্যালান্ত বলেন, যুদ্ধক্ষেত্রের মতো জনসেবার ক্ষেত্রেও মাঝেমধ্যে স্থির হয়ে পরিস্থিতি মূল্যায়ন করা ও লক্ষ্য অর্জনের জন্য একটি দিক বেছে নেওয়া প্রয়োজন।
এর আগে গাজায় যুদ্ধ পরিচালনার পদ্ধতি নিয়ে দীর্ঘদিনের মতপার্থক্যের কারণে গ্যালান্তকে গত নভেম্বরে বরখাস্ত করেছিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে নির্বাচিত পার্লামেন্ট সদস্য হিসেবে নেসেটে নিজের আসন ধরে রেখেছিলেন তিনি।
প্রায়ই প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সরকারের কট্টরপন্থী সদস্যদের বিরুদ্ধে নিজের মতামত প্রকাশ করায় একাধিকবার আলোচনায় এসেছেন গ্যালান্ত।